শিক্ষাঙ্গন

অনলাইনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সিদ্ধান্ত বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার

৪ মে ২০২১, মঙ্গলবার, ৭:২৯ অপরাহ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশনজট থেকে রক্ষা করতে অনলাইনে পাবলিক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তবে অনলাইনে পরীক্ষা আয়োজনের বিষয়টি নির্ভর করছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপরই।

ইউজিসি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে অনেক আগে থেকেই ইউজিসি অনলাইনে ক্লাস-পরীক্ষা আয়োজনের তাগাদা দিয়ে আসছে। অনলাইনে ক্লাস নেয়া হলেও নানা কারণে পরীক্ষা আয়োজন করতে পারছিল না বিশ্ববিদ্যালয়গুলো। তবে সম্প্রতি অনলাইনে পরীক্ষা আয়োজনের বিষয়ে অনকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররাই একমত পোষণ করেছেন। সেজন্য একটি নির্দেশিকা তৈরি করেছে ইউজিসি। এই নির্দেশিকা নিয়েই আগামী ৬ই বৃহস্পতিবার ইউজিসি ও ভাইস চ্যান্সেলরদের মধ্যে বৈঠক হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status