বাংলারজমিন

চুরি হওয়া এসিআইয়ের ৯ টন আতপ চাল উদ্ধার, আটক ২

নওগাঁ প্রতিনিধি

২০২১-০৫-০৪

নওগাঁর মহাদেবপুর উপজেলায় এসিআই ফুডস লিমিটেড রাইস ইউনিট থেকে ট্রাক ড্রাইভার এবং হেলপারের মিথ্যা পরিচয় দিয়ে আত্মসাৎ করা ১৩ টন সুগন্ধি চিনিগুঁড়া চালের মধ্যে ৯ টন চাল উদ্ধার করা হয়েছে।  সেই সঙ্গে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেনÑ এই আত্মসাৎ ঘটনার মূল মাস্টার মাইন্ড বগুড়া জেলার শেরপুর উপজেলার সদর হাসরা বাদুল্লা মন্ডলের ছেলে গ্রামের মো. হেলাল উদ্দিন মন্ডল (৪৬) এবং রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মেসার্স নাঈম ট্রেডার্সের ম্যানেজার জনৈক তাজ উদ্দিনের ছেলে মো. লিবু মিয়া (৪৮)।
মহাদেবপুর থানার ওসি মির্জা আজমউদ্দিন জানান, গত ১৮ই এপ্রিল  জনৈক ব্যক্তি ভাই ভাই ট্রান্সপোর্র্ট-এর ট্রাক চালক ও আশুলিয়া ঢাকার আইনুল শেখের ছেলে স্বপন শেখ পরিচয় দিয়ে ঢাকা মেট্রো-ট-২০-১২৫৪ নম্বর ট্রাকে করে নওগাঁর মহাদেবপুর উপজেলায় এসিআই ফুডস লিমিটেড রাইস ইউনিট থেকে ১৩ টন প্রতিটি ১ কেজি ওজনের মোট ১৩ হাজার প্যাকেট  সুুগন্ধি চিনিগুঁড়া চাল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ বাজারে আব্দুল্লাহ স্টোরে সরবরাহ করতে নিয়ে যায়। কিন্তু সেখানে চাল না পৌঁছলে ট্রান্সপোর্ট এজেন্সি ট্রাকের খোঁজ খবর শুরু করে জানতে পারে যে ওই ড্রাইভারের পরিচয় ভুয়া।
 পরে ২১শে এপ্রিল ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সির পক্ষে শ্রী সুব্রত চক্রবর্তী এবং পরদিন ২২শে এপ্রিল এসিআই ফুডস লিমিটেড এর ম্যানেজার এম এ সাত্তার একটি জিডি দায়ের করেন। এরই প্রেক্ষিতে মহাদেবপুর থানার পুলিশ সোমবার হেলাল মন্ডলকে বগুড়ার শেরপুর থেকে গ্রেপ্তার করে এবং তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাতে রংপুর জেলার গঙ্গাচড়া থেকে নাইম ট্রেডার্সের ম্যানেজার লেবু মিয়াকে গ্রেপ্তার এবং নাইম ট্রেডার্সের গোডাউন থেকে ১৩ হাজার প্যাকেট চালের মধ্যে ৯ হাজার প্রাকেজ চাল উদ্ধার করে।
 অন্য আসামিদের ও গ্রেপ্তার এবং বাকি চাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে জানিয়ে ওসি মির্জা আজম আরো বলেন, গ্রেপ্তারকৃত ২ আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সেইসাথে আসামিদের জিঙ্গাসাবাদের জন্য পুলিশ  আদালতে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেছে বলেও জানান ওসি আজমউদ্দিন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status