বাংলারজমিন

ঘাটাইলে ৬ মাটি ব্যবসায়ীকে জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

৪ মে ২০২১, মঙ্গলবার, ১১:৪৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।আজ সোমবার ভোরে  এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার। র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার জামুরিয়া ইউনিয়েনের বিভিন্ন এলাকায় সরকারি ও ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করছে মাটি ব্যবসায়ীরা। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই সব এলাকায় অভিযান চালায়। এ সময় সরকারি ও ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কাটার সময় আলমগীর হোসেন, আলাউদ্দিন, মনিরুজ্জামান মিন্টু, সোহেল রানা, আলম হোসেন ও শ্রী উজ্জল চৌধুরী নামে ছয় মাটি ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সর্বমোট তিন লাখ টাকা জরিমানা করেন।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান জানান, অবৈধভাবে সরকারি ও ফসলি জমির মাটি কাটা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status