বাংলারজমিন

‘সমলয় পদ্ধতিতে ধান চাষে ফলন বেড়েছে ৩ গুণ’

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

৪ মে ২০২১, মঙ্গলবার, ৯:১৪ অপরাহ্ন

 জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ডক্টর মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, দেশের খাদ্য ঘাটতি মোকাবিলায় কৃষি খাতের উন্নয়নে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। সরকার ৫০ থেকে ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের মধ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে। এসব যন্ত্রপাতি ব্যবহারের ফলে একদিকে খরচ কমেছে, অন্যদিকে ধানের ফলন তিনগুণ বেড়েছে। কষ্টে ফলানো ধানের সঠিক মূল্য দিতে সরকার ১ হাজার থেকে ১ হাজার ৮০ টাকায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে। সোমবার দুপুরে উপজেলার আশিদ্রোন ইউনিয়নে সমলয় পদ্ধতিতে (ব্লক প্রদর্শনী) মাধ্যমে ফলানো ধান কাটার উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন আব্দুস শহীদ এমপি। তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা সামনে রেখে খাদ্য নিরাপত্তায় সরকার কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ও সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে যাবে। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফল বারী, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (ডিএই) সামছুদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রণেন্দ্র প্রসাদ বর্ধন জহর উপস্থিত ছিলেন। ইউনিয়নের ৪৮ জন কৃষকের ৫০ একর জমিতে গত ১৭ই জানুয়ারি চারা রোপণ করার ৪ মাস আগেই ধান কাটার উদ্বোধন করা হয়। এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক মোবাইল ফোনে আব্দুস শহীদ এমপিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, একসময় দেশ দুর্ভিক্ষের কবলে পড়তো। অব্যাহত মানুষ বাড়ায় দেশে প্রায় সময় খাদ্য সংকট দেখা দেয়। এসব কাটিয়ে প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের বিজ্ঞানীরা এমন জাতের ধান বীজ আবিষ্কার করেছে- যা থেকে কৃষকরা বিঘা প্রতি ২৭ মণ ধান পাচ্ছে। এটা সত্যিই গর্ব করার মতো ঘটনা। স্থানীয় কৃষকরা বলেছেন, কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের সহায়তায় ধান বীজ রোপণ থেকে শুরু করে কাটা-মাড়াই এর ফলে ধান উৎপাদন বেশি হচ্ছে। এতে শ্রম ও খরচও কম হচ্ছে। প্রতি বিঘায় ২৭ মণ ধান উৎপাদন হচ্ছে যা আগে ৫ থেকে ৬ মন পাওয়া যেত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status