বাংলারজমিন

সিলেটে একদিনে করোনায় ৬ মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০২১-০৫-০৪

সিলেটে করোনায় একদিনে মারা গেলেন ৬ জন। মারা যাওয়া সবাই হচ্ছেন সিলেট জেলার বাসিন্দা। গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে এই মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে। এরমধ্যে সিলেট জেলার ২৮৩ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ জন। স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. সুলতানা রাজিয়ার প্রেরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৬২ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৩ জন ও সিলেট ওসমানী মেডিকেলে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ৬২ জনসহ সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৮২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট  জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৫৩ জন। এছাড়া- সুনামগঞ্জে ২ হাজার ৭৩৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৭২ জন ও  মৌলভীবাজারে ২ হাজার ৩১৯ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৩ জন। এরমধ্যে সিলেটের ১১১, হবিগঞ্জের ১২ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৪০৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ৭৯০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬২৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৮২০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৬৮ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন। এরমধ্যে সিলেট জেলায় ২০৩ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১০ জন,  মৌলভীবাজারে ৬ জন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status