বাংলারজমিন
দৌলতপুরে ট্রলির চাপায় শিশু নিহত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২০২১-০৫-০৪
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলির চাপায় আবির (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার চাবনাই নারানপুর গাইনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার কাজীহাটা গ্রামের মিল্টনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চাবনাই নারানপুর গাইনপাড়া এলাকায় রাস্তায় খেলা করার সময় দ্রুতগামী একটি স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ট্রলি (স্টিয়ারিং) শিশু আবিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, স্টিয়ারিংয়ের চাপায় আবির নামে ৮ বছরের এক শিশু মারা গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসেছিল। তবে স্টিয়ারিং বা স্টিয়ারিংয়ের চালককে আটক করা যায়নি।