বাংলারজমিন
সরাইলে ১ হাজার দরিদ্রকে খাদ্য সহায়তা প্রদান
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২০২১-০৫-০৪
করোনাভাইরাস দুর্যোগে কর্মহীন অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক খাদ্য সহায়তার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। গতকাল সকালে জেলা প্রশাসকের আয়োজনে সরাইল উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি বজায় রেখে ৯টি ইউনিয়নের ১ হাজার দরিদ্র নারী পুরুষের হাতে তুলে দেয়া হয়েছে খাদ্যসামগ্রী। প্রতিটি বস্তায় ছিল ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি পিয়াজ, আধা কেজি চিনি, আধা কেজি ডাল ও ১ কেজি সেমাই। এরআগে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম মৃদুলের সঞ্চালনায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৩১২ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিছুর রহমান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।