বাংলারজমিন
রাজশাহীতে যুবকের ঝুলন্ত মরদেহ
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
২০২১-০৫-০৪
রাজশাহী মহানগরীতে একটি বন্ধ দোকান ঘরে পলাশ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে নগরীর জিন্নানগর এলাকার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত পলাশ (২৫) নগরীর বোয়ালিয়া থানার জিন্নানগর এলাকার মৃত ওয়াসিম আলীর ছেলে। জানা গেছে, গতকাল দুপুরে বন্ধ থাকা ওই দোকানের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় পলাশের মরদেহ উদ্ধার করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, সর্বশেষ শনিবার রাতে স্থানীয়রা পলাশকে দেখেছেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে পলাশ ওই দোকানে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টির তদন্ত চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।