বাংলারজমিন

মিথ্যা অভিযোগ দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

৪ মে ২০২১, মঙ্গলবার, ৮:৪৭ অপরাহ্ন

হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল। গত রোববার দুপুরে বায়েকের কৈখলা এলাকায় করা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিল্লাল হোসেন বেলাল বলেন, ২০১২ সালে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার মানুষের পাশে থেকে নিঃস্বার্থ ও আন্তরিকতার সঙ্গে কাজ করেন তিনি। বিগত নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচন করা থেকে বিরত ছিলেন। কিন্তু আগামী ইউপি নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেয়ার পর থেকে তার বিরুদ্ধে নামে-বেনামে সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানে অভিযোগ দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে এবং চাপ প্রয়োগ করে চাঁদা নেয়ার চেষ্টা তদবির করছে। সম্প্রতি মিথ্যা কাল্পনিক তথ্য সম্বলিত একটি দরখাস্ত জেলা প্রশাসকের কাছে দেয়া হয় এবং যাতে বলা হয় তিনি পানি উন্নয়ন বোর্ডের জায়গা পিতাকে মালিক সৃজন করে রেলওয়ের অধিগ্রহণের টাকা আত্মসাৎ করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ জানিয়ে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বলেন, আমার জনসমর্থনকে ভয় পেয়েই একটি কুচক্রী মহল হিংসাপরায়ণ হয়ে এলাকার সহজ সরল লোকজনদের অর্থের লোভ দেখিয়ে ও রাজনৈতিক হয়রানির হুমকি দিয়ে আমার বিরুদ্ধে এসব অভিযোগ দায়ের করছে। যাতে তাদের ঠিকানা দেয়া হচ্ছেনা। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ফেরদাউস ভূঁইয়া, হেলাল উদ্দিন, সার্জেন্ট অব. আব্দুল আলীম, মো. আনোয়ার হোসেন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status