বাংলারজমিন

জৈন্তাপুরে ট্রাকের চাপায় ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৪ মে ২০২১, মঙ্গলবার, ৮:২৯ অপরাহ্ন

সিলেটের তামাবিল সড়কে ‘ভয়ঙ্কর’- হয়ে উঠেছে ট্রাক। লকডাউনের মধ্যে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একদিনেই প্রাণ হারালেন ৯ জন। দু’টি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোকের পরিবেশ বিরাজ করছে জৈন্তাপুরে। আর দু’টি ঘটনাই ভাবিয়ে তুলেছে সবাইকে। রাস্তায় ট্রাকের এই প্রাণঘাতী আচরণে আতঙ্ক বিরাজ করছে গোটা উপজেলাজুড়ে। জৈন্তাপুরের বাসিন্দারা জানিয়েছেন- লকডাউনে গণপরিবহন বন্ধ। এই সুযোগে ফাঁকা রাস্তায় পণ্য পরিবহনের দোহাই দিয়ে রাস্তায় নামা ট্রাক বেপরোয়া হয়ে উঠেছে। এতে করে প্রাণ যাচ্ছে মানুষের। দু’টি দুর্ঘটনার পর দফায় দফায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রেখেছিলো স্থানীয়রা। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত রোববার রাত দেড়টার দিকে। জৈন্তাপুরের ব্যস্ততম বাজার দরবস্তে গাড়ির মেকানিকের দোকানে ট্রাক ঢুকে কেড়ে নিয়েছে চারজনের প্রাণ। স্থানীয়রা জানিয়েছেন- জাফলং থেকে সিলেটগামী একটি ট্রাক সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকায় বিপরীত দিক  থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে দ্রুতগামী ট্রাক গিয়ে ঢুকে পড়ে পাশের একটি দোকানে। ঘটনাস্থলেই ৩ জন নিহত ও দু’জন গুরুতর আহত হন। নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা ও জৈন্তাপুরের ব্যবসায়ী আশিক আহমদ, একই এলাকার সোহেল আহমদ ও গাছবাড়ি নয়াগ্রামের হাফিজ সুলতান আহমদ। পুলিশ জানিয়েছে- গুরুতর আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল সকালে আরো একজনের মৃত্যু হয়। এ নিয়ে ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে- এ দুঘর্টনার পর সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে রাত দুই টার দিকে পরিস্থিতি স্বাভাবিক করে। জৈন্তাপুর থানার ওসি দস্তগীর আহমেদ জানিয়েছেন- হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এর আগে রোববার সকালে  ফেরিঘাট এলাকায় সিলেট-তামাবিল সড়কে অটোরিকশাকে ট্রাক চাপা দিলে ৫ জন নিহত হন। নিহতরা হলেন- জৈন্তাপুরের রূপচেং গ্রামের সাদিয়া বেগম, তার চার মাসের শিশুসন্তান শাহাদত হোসেন, মেয়ে সাবিয়া বেগম, সাদিয়া বেগমের ননদ হাবিবুন্নেছা ও উপজেলার পাখিবিল গ্রামের অটোরিকশাচালক হোসেন আহমদ। এই দুর্ঘটনায় আহত হন নিহত সাদিয়া বেগমের ভাসুর মো. জাকারিয়া ও তার স্ত্রী হাসিনা  বেগম। এ দুর্ঘটনার পরও কয়েক ঘণ্টা সিলেট-তামাবিল সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status