বাংলারজমিন

রোহিঙ্গা ক্যাম্পে ৫৪ ভরি স্বর্ণ চুরি, আটক ৪

টেকনাফ (কক্সাবজার) প্রতিনিধি

৪ মে ২০২১, মঙ্গলবার, ৮:২৯ অপরাহ্ন

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে একটি ঘরে গচ্ছিত ৫৪ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা, একটি কম্পিউটার এবং একটি ডিএসএলআর ক্যামেরা চুরি হয়েছে। নয়াপাড়া ক্যাম্পে ব্লক-ই, শেড-৯০৮/২, এমআরসি-৬০১০৮ তে বসবাসরত আবুল কাশেমের পুত্র মো. সুলতানের বাড়ি থেকে এসব স্বর্ণালঙ্কার চুরি হয়। অভিযোগ পেয়ে ক্যাম্পের এপিবিএন পুলিশ ২০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। জানা যায়, গত ১লা মে মো. সুলতানের বাড়িতে ৪ ভাইবোনের গচ্ছিত ৫৪ ভরি স্বর্ণসহ অন্যান্য মালামাল চুরি হয়। চুরির বিষয়ে ক্যাম্পের এপিবিএন পুলিশকে অভিযোগ দায়ের করলে এসব চুরির সন্দেহে ব্লক-এফ/৮ সৈয়দুর রহমানের পুত্র আব্দুল্লাহকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চুরির কথা স্বীকার করে। পরে নিজ ঘর থেকে ২ ভরি স্বর্ণ বের করে দেয়। এ চুরির সাথে ব্লক-ডি, শেড-৭৩৫/৪, এমআরসি-১২০৬৪ নং এর ফজর আহম্মদের পুত্র নুরুল কবির (৫৩), ব্লক-এফ/৮, আব্দুল্লাহর স্ত্রী রহিমা খাতুন, ব্লক-ই, এমআরসি-৬৪৩২ রশিদ আহম্মদের পুত্র জাফর, দুদু মিয়ার পুত্র হারুন, কক্সবাজার সদরের ঘোনার পাড়ার হাজী সৈয়দুর রহমানের পুত্র নুর আলমের জড়িত থাকার কথা স্বীকার করেন।
স্বীকারোক্তি মতে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের ক্যাম্পে নিয়ে আসে এবং বিষয়টি টেকনাফ থানা পুলিশকে অবহিত করে। পরে টেকনাফ থানা পুলিশ ও নয়াপাড়া এপিবিএন পুলিশের যৌথ জিজ্ঞাসাবাদে আরো ১৮ ভরি স্বর্ণের কথা স্বীকার করলে তা উদ্ধার করে।
 এই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পেয়ে আব্দুল্লাহ, আব্দুল্লার স্ত্রী রহিমা খাতুন, নুর আলম, নুরুল কবিরকে গ্রেপ্তারপূর্বক বাদীসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status