বিনোদন

থেমে নেই জয়া

স্টাফ রিপোর্টার

৪ মে ২০২১, মঙ্গলবার, ৮:১৭ অপরাহ্ন

করোনা মহামারিতে তারকারা এখন ঘরবন্দি। তবে অনেকেই ঘরে অলস সময় পার করছেন না এবার। সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। মনোবল যেন ভেঙে না যায় এজন্য ব্যস্ত রাখার চেষ্টা করছেন নিজেকে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও তাই করছেন। করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার পর থেকেই তার গৃহকর্মী অনেকেই ছুটি নিয়েছেন। তাই ঘরের যাবতীয় কাজ এখন নিজেই করছেন। পোষা কুকুর ক্লিওর দেখাশোনা করছেন। সকাল-বিকাল ছাদে গিয়ে গাছের পরিচর্যা করছেন। হাতে থাকা ছবির প্রি-প্রোডাকশনের কাজ করছেন। নিজের প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’র কাজ এগিয়ে নিচ্ছেন। ছবির চিত্রনাট্য পড়ছেন। তবে নতুন কোনো ছবিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি জয়া। তিনি বলেন, একবারে অলস সময় পার করলে তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বো। তাই কাজের মধ্যে থাকছি। কাজ করলে মনোবল চাঙ্গা হয়। এরপর যখন কোনো সিনেমার শুটিং করবো তখন আর সমস্যা হবে না। তবে করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত জয়া আহসান। বললেন, করোনা নিয়ে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। যারা হেলাফেলা করছে তারাই কিন্তু বিপদে পড়ছে। আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত বলে আমার মনে হয়। সবাই মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। নিজে নিরাপদ থাকলে অন্য আরেকজনকে নিরাপদ করলেন। এদিকে, সম্প্রতি জয়া আহসান আকরাম খানের পরিচালনায় ‘নকশি কাঁথার জমিন’ নামের একটি ছবির কাজ শেষ করেছেন। নারায়ণগঞ্জের পাশে জিন্দাগ্রামে শুটিং হয়েছে সিনেমাটির। বর্তমানে ছবির সম্পাদনার কাজ চলছে। সিনেমাটি নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে। ছবিতে জয়া আহসান এক বিধবা নারীর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম রাহেলা। হবিগঞ্জ, সৈয়দপুর ও নারায়ণগঞ্জে ছবিটির শুটিং হয়েছে। এরআগে করোনা মহামারির মধ্যেই গত সেপ্টেম্বরে ‘হাসিনা: দ্য ডটারস টেল’ ছবির কাজ শেষ করেছেন জয়া। ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া ‘বিউটি সার্কাস’, ‘পেয়ারার সুবাস’ আছে মুক্তির অপেক্ষায়। এখনো নতুন কোনো বাংলাদেশি ছবিতে চুক্তিবদ্ধ হননি জয়া। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে অন্তত ৫টি ছবি- ‘বিনিসুতোয়’, ‘ভূতপরী’, ‘অর্ধাঙ্গিনী’, ‘ঝরা পালক’ ও ‘ওসিডি’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status