খেলা

সাকিব-মোস্তাফিজের কী হবে? চিন্তায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার

৩ মে ২০২১, সোমবার, ৬:২৬ অপরাহ্ন

আইপিএল শেষ করে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের দেশে ফেরার কথা আগামী ১৯শে মে। শ্রীলঙ্কা সফর শেষে কাল (মঙ্গলবার) দেশে ফিরবে বাংলাদেশ দল। তবে কোচ রাসেল ডমিঙ্গো শ্রীলঙ্কা থেকে নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় যাবেন। তিনি ঢাকায় আসবেন আরো পরে।
কিন্তু করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ভারত ও দক্ষিণ আফ্রিকাফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। সে ক্ষেত্রে ভারত থেকে সাকিব, মোস্তাফিজ এবং দক্ষিণ আফ্রিকা থেকে ডমিঙ্গো দেশে ফেরার পর তাদেরও ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে কি না, তা নিয়ে চিন্তায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের হোম সিরিজের জন্য দেশে ফিরে অনুশীলনে যোগ দেয়ার কথা তাদের। ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হলে বাধাগ্রস্ত হবে সেটি। এ ব্যাপারে করণীয় ঠিক করতে সরকারের নির্দেশনা চেয়েছে বিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাইরে থাকলেও ওয়ানডেতে যথারীতি দলে দেখা যাবে সাকিব ও মোস্তাফিজকে।
সোমবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘তাদেরও কি নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে, নাকি তিন দিনের কোয়ারেন্টিনেই চলবে, এ ব্যাপারে আমরা সরকারের নির্দেশনা জানতে চেয়েছি। যেহেতু আইপিএলে সাকিব, মোস্তাফিজ এবং জাতীয় দলের সঙ্গে ডমিঙ্গো জৈব সুরক্ষাবলয়ের মধ্যেই আছেন, তাদের ক্ষেত্রেও ১৪ দিনের নিয়ম প্রযোজ্য কি না, আমরা তা জানতে চেয়েছি। সরকার যেভাবে বলবে সেভাবেই আমরা অগ্রসর হবো।’

ভারতসহ অনেক দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ থাকায় আছে ভ্রমণজটিলতাও। কলকাতা নাইটরাইডার্সের সাকিব আল হাসান ও রাজস্থান রয়্যালসের মোস্তাফিজুর রহমানকে দেশে ফিরতে হতে পারে বিশেষ ব্যবস্থায়।
শ্রীলঙ্কা থেকে ফিরে কোয়ারেন্টিন বিধিনিষেধের মধ্য পড়তে হতে পারে জাতীয় দলের ক্রিকেটারদেরও। এ ছাড়া ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসে শ্রীলঙ্কা দলের কোয়ারেন্টিন নীতি কী হবে, সিরিজের সম্প্রচারকাজে যারা আসবেন, তাদের বেলায়ই–বা কী করণীয়, এসব ব্যাপারেও সরকারের নির্দেশনা জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, এমনিতে আমাদের ৭ দিনের কোয়ারেন্টিনের একটা নীতি আছে। তিন দিন রুম কোয়ারেন্টিন ও চার দিন ছোট ছোট ভাগে ভাগ হয়ে কোয়ারেন্টিন। আমরা জানতে চেয়েছি শ্রীলঙ্কা সিরিজের সময় যারা বাইরে থেকে আসবেন তাদের এভাবে কোয়ারেন্টিন করলেই চলবে কি না।

রাজস্থানের বড় প্রাপ্তি মোস্তাফিজ: ভেট্টরি
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশ আসরে আগুনে ফর্মে আছেন রাজস্থান রয়্যালসের বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ার, ইয়র্কারের মেলবন্ধনে দুর্বার ফর্ম দেখাচ্ছেন এ বাংলাদেশি পেসার। সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মোস্তাফিজের মৌসুমসেরা বোলিংয়ের পর তার প্রশংসায় মেতেছেন বাংলাদেশ দলের স্পিন কোচ ও নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরি।
ম্যাচের পর জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর ম্যাচ রিভিউ আলোচনায় ভেট্টরি বলেন, ‘বাটলার ছাড়া আজকের ম্যাচে রাজস্থানের আরেকটি বড় প্রাপ্তি হচ্ছে মোস্তাফিজের বোলিং। আমার কাছে মনে হয়েছে সে খুব ভালো ছন্দে ছিল।’ ভেট্টরি বলেন, ‘আসরে আজ (গতকাল) সে সেরা বোলিং করেছে। আমি জানি সে স্লোয়ার নিয়ে অনেক কাজ করছে কিন্তু সে সুইং নিয়েও কাজ করছে। আজ সে কয়েকটি স্লোয়ার ছেড়ে ব্যাটসম্যানকে বোকা বানিয়েছে।’
হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটিসহ আইপিএলে সবমিলিয়ে তিনবার ম্যাচে ৩ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। ২০১৬’র  আসরে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিয়েছিলেন আইপিএলে নিজের সেরা ১৬ রানে ৩ উইকেট। এছাড়া ২০১৮ আসরে রাজস্থানের বিপক্ষে মুম্বইয়ের জার্সিতে নেন ২৪ রানে ৩ উইকেট।
রোববার আইপিএলের চলতি আসরের ২৮তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫৫ রানের জয় পায় রাজস্থান। ম্যাচের শুরুতে ব্যাট হাতে ঝড় তোলেন জস বাটলার। ইংলিশ ব্যাটসম্যানের দারুণ সেঞ্চুরিতে ২২০ রানের বিশাল পুঁজি পায় রাজস্থান রয়্যালস। পরে মোস্তাফিজুর রহমানের ২০ রানের বিনিময়ে ৩ উইকেট শিকারে দাপুটে জয় পায় রাজস্থান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status