ভারত
প্রাণের ভয়ে রিকাউন্টিং দিতে পারিনি, আমাকে সুইসাইড করতে হতো, নন্দীগ্রামের রিটার্নিং অফিসারের কাতর এসএমএস দেখালেন মমতা
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০৫-০৩
বিপুল ভোটে জেতার পর সোমবার দুপুরে নিজের বাড়িতে একটি সাংবাদিক সম্মেলন করে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, নন্দীগ্রামের রিটার্নিং অফিসার তার এক ঘনিষ্ঠকে এসএমএস করে জানিয়েছিলেন, তিনি রিকাউন্টিংয়ের নির্দেশ দিলে প্রাণে বাঁচতেন না। কিংবা তাকে সুইসাইড করতে হতো। মমতা এসএমএসটি সাংবাদিকদের পড়েও শোনানোর ব্যবস্থা করেন। মমতা বলেন, নন্দীগ্রাম নিয়ে তারা আদালতে যাচ্ছেন। তিন ঘণ্টা সার্ভার বন্ধ হয়ে গেল। ৪০ মিনিট বিদ্যুৎ বন্ধ থাকলো। আদালতে আমরা পুনর্গণনার দাবি জানাবো। তবে মমতা স্পষ্ট করে দেন যে, তার প্রথম প্রায়োরিটি এখন কোভিড। কেন্দ্রের কাছে তিন কোটি ভ্যাকসিন চেয়েছেন। এক কোটি প্রাইভেট হাসপাতালে দেবেন। দু' কোটি দেয়া হবে সরকারি হাসপাতালে। মমতা জানান, নতুন বিধায়কদের এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে অনাড়ম্বর। এদিন পুলিশকে সতর্ক করে মমতা বলেন, কারা আমাদের বিরুদ্ধে কাজ করেছেন আমরা জানি। যথাসময়ে ব্যবস্থা হবে।