অনলাইন
মমতাকে অভিনন্দন জানালেন মোদি
মানবজমিন ডিজিটাল
২০২১-০৫-০২
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই মমতাকে দেশ-বিদেশ থেকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। আর আনুষ্ঠানিক ফল ঘোষণার পর সে তালিকায় যোগ দিয়েছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইটারে দেয়া এক শুভেচ্ছাবার্তায় মোদি লিখেছেনঃ
‘পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করায় মমতা দিদিকে অভিনন্দন। জনগণের আকাঙ্ক্ষা পূরণে এবং কোভিড-১৯ মহামারী কাটিয়ে উঠতে কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে’।
টুইটারে দেয়া এক শুভেচ্ছাবার্তায় মোদি লিখেছেনঃ
‘পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করায় মমতা দিদিকে অভিনন্দন। জনগণের আকাঙ্ক্ষা পূরণে এবং কোভিড-১৯ মহামারী কাটিয়ে উঠতে কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে’।