বিশ্বজমিন

কি বলছেন দীলিপ ঘোষ

মানবজমিন ডেস্ক

২ মে ২০২১, রবিবার, ৪:১৮ অপরাহ্ন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল বলছে ভূমিধস বিজয় পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। রাজ্য এবং কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সর্বশক্তি নিয়োগ করেও দৃশ্যত মমতার মসনদ টলাতে পারছে না। এ অবস্থায় রাজ্য বিজেপি প্রধান দীলিপ ঘোষ বলেছেন, তারা এখনও অপেক্ষা করছেন এবং নির্বাচনের ফল পর্যবেক্ষণ করছেন। তাদের আশা কয়েক ঘন্টার মধ্যে ফল পাল্টে যেতে পারে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, আগের নির্বাচনের চেয়েও ভাল ফল করতে যাচ্ছে এবার তৃণমূল। এখন পর্যন্ত যে ধারা চলছে তাতে তৃণমূল দুই শতাধিক আসন পাবে। অন্যদিকে বিজেপি ৮০-এর কাছাকাছি আসন পেতে যাচ্ছে। এনডিটিভি এ কথা জানিয়ে আরো বলছে, মমতা যখন নন্দিগ্রাম আসনে পিছিয়ে পড়েছিলেন, তখন এটাকে ‘ফানি’ বা মজাদার বলে অভিহিত করেন দীলিপ ঘোষ। এনডিটিভিকে তিনি বলেন, এখনো কিছু ঘটেনি। এখনও প্রতিদ্বন্দ্বিতায় আছি আমরা। চূড়ান্ত ফলের অপেক্ষায় আছি। অনেক আসনে আমরা এগিয়ে আছি। আরো অনেক আসন আছে, যেখানে বিজেপি নগণ্য ভোটের ব্যবধানে পিছিয়ে আছে। তাই কয়েক ঘন্টার মধ্যে এই ফল আমাদের পক্ষে আসতে পারে। এক্ষেত্রে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে, মহামারির মধ্যে গণনা স্বাভাবিকভাবেই ধীরগতির হবে। এখনও অনেক দফা গণনা বাকি। এ জন্য তারা যেটুকু এগিয়ে আসে তার বিরুদ্ধে ভাল চ্যালেঞ্জ আসতে পারে। দীলিপ ঘোষের কথায় কমপক্ষে ৫০টি আসন আছে, যেখানে আমরা খুব সামান্য ভোটের ব্যবধানে পিছিয়ে আছি। গণনা বাকি এখনও। তাই আমরা অপেক্ষা করছি এবং পর্যবেক্ষণ করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status