ভারত

কেরালায় ৮৭ আসনে এগিয়ে বামজোট, কংগ্রেস জোট ৪৮, বিজেপি মাত্র ৩

বিশেষ সংবাদদাতা

২ মে ২০২১, রবিবার, ২:১০ অপরাহ্ন

দক্ষিণ ভারতের রাজ্য কেরালায় বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। রাজ্যটিতে মোট আসন ১৪০টি। অর্থাৎ ৭১ টি আসন পেলেই কোন দল বা জোট সেখানে সরকার গঠন করতে পারবে।

কেরালায় বিজেপির তেমন কোন জনসমর্থন নেই। বিজনেস স্ট্যান্ডার্ড জানায়, কেরালায় জয়ের পথে বামপন্থী জোট এলডিএফ। তারা সর্বোচ্চ ৮৭টি আসনে এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ৪৮ টিতে। আর বিজেপি এগিয়ে আছে মাত্র ৩ টি আসনে।

কেরালায় এতদিনের ঐতিহ্য ছিল, একবার বাম এবং অন্যবার কংগ্রেস নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে। এ বার সম্ভবত সেই প্রবণতা বদল হয়ে কেরালায় পরপর দ্বিতীয়বার সরকার গঠন করতে পারবেন বাম নেতা পিনারাই বিজয়ন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status