ভারত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১- আপডেট

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২ মে ২০২১, রবিবার, ১০:১০ পূর্বাহ্ন

নন্দীগ্রামে জয়ী মমতা বন্দোপাধ্যায়।  ১৭ রাউন্ড শেষে বিজেপির শুভেন্দু অধিকারীকে ১২০১  ভোটে হারিয়েছেন তিনি। 
--- 
১৬ রাউন্ড শেষে মমতা বন্দোপাধ্যায় ৮২০ ভোটে এগিয়ে আছেন।  শেষ রাউন্ড বাকি আছে। 

একঝলকে /  এগিয়ে এবং জয়ী 

বেলা চারটে   

তৃণমূল কংগ্রেস- ২১০

বিজেপি- ৮০                    

মোর্চা-১                                 

নির্দল-১                     




নির্বাচন কমিশন সার্ভার বিভ্রাটের জন্য ক্ষমা প্রার্থনা করলো।  মমতা বন্দোপাধ্যায়ের আগের ফলে ভুল।  চোদ্দ রাউন্ড শেষে মমতা এগিয়ে আছেন তিন হাজার ভোটে। 

একনজরে /  এগিয়ে  
    

বেলা দেড়টা     

তৃণমূল কংগ্রেস--  ২০৭   

বিজেপি -    ৮১             

মোর্চা  -        ২            

নির্দল  -       ২



একঝলকে  
        

বেলা ১২ টা-   

 

তৃণমূল কংগ্রেস-২০০

বিজেপি  -  ৮৯

 মোর্চা-  ১           

অন্য -   ২    

 একঝলকে   

+  উত্তরবঙ্গেও ধস নেমেছে বিজেপির।  বেলা ১১টায় প্রায় ট্রিপল ডিজিটে  এগিয়ে তৃণমূল   

+  চন্দননগরে এগিয়ে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন      

+  নৈহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী  পার্থ ভৌমিক    

+  ব্যারাকপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী 

+  খড়্গপুর সদরে এগিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়    

+ বারাসতে  পিছিয়ে তৃণমূল প্রার্থী  চিরঞ্জিত চক্রবর্তী        

+  শ্যামপুকুরে এগিয়ে  তৃণমূল প্রার্থী   শশী পাঁজা       

+   হাবড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী  জ্যোতিপ্রিয় মন্ডল            

+  কাশিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অতীন  ঘোষ

+   শিবপুরে  এগিয়ে তৃণমূল প্রার্থী  মনোজ তিওয়ারি          

+   আসানসোলে এগিয়ে  বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।  পিছিয়ে পড়েছেন তৃণমূলের  সায়নী ঘোষ।

একঝলকে        

+  তৃতীয় রাউন্ড শেষে  মমতা বন্দোপাধ্যায়  আট হাজার দুশো ভোটে পিছিয়ে পড়েছেন  শুভেন্দু অধিকারীর  কাছে      

+  কামারহাটিতে তৃণমূল প্রার্থী  মদন মিত্র এগিয়ে গেছেন           

+  দমদমে এগিয়ে গেছেন  তৃণমূল প্রার্থী  ব্রাত্য বসু  

+  রাজারহাট  কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী  অদিতি মুন্সী  

+    ক্যানিং পূর্বে এগিয়ে  আই এস এফ প্রার্থী    

+  হুগলি,  নাদিয়া,  মালদহ,  মুর্শিদাবাদ,  ঝাড়গ্রাম,  পূর্ব বর্ধমানে  বিজেপির আপাতত বিপর্যয়।  তৃণমূলের সাফল্য 

+  তৃতীয় রাউন্ডের শেষে তৃণমূল একশো উননব্বই,  বিজেপি আটানব্বই,  মোর্চা পাঁচ আসনে এগিয়ে।



একঝলকে 

+ টালিগঞ্জ কেন্দ্রে এগিয়ে  অরূপ বিশ্বাস।  সাড়ে  চার হাজার  ভোটে পিছিয়ে বাবুল সুপ্রিয়

+  মানিকতলায় এগিয়ে তৃণমূল প্রার্থী সাধন পান্ডে,  পিছিয়ে বিজেপি প্রার্থী  কল্যাণ চৌবে 

+ বিধাননগরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুজিত বসু,  পিছিয়ে  বিজেপির সব্যসাচী দত্ত    

+  ডোমজুড়ে পিছিয়ে  রাজীব বন্দোপাধ্যায়   

+  কোচবিহার উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী  বিনয় বর্মন   

+  বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়          

+  দ্বিতীয় রাউন্ড শেষে শুভেন্দু অধিকারী মমতা বন্দোপাধ্যায়-এর থেকে ৩ হাজার ৪৬০  ভোটে পিছিয়ে  গেছেন




একঝলকে     
    

+  প্রথম রাউন্ড শেষে মমতা বন্দোপাধ্যায়  ১৪৫৭ ভোটে পিছিয়ে  বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে    

+  কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম ৬৩০০ ভোটে এগিয়ে 

+  ভবানীপুরে  তৃণমূল প্রার্থী  শোভনদেব চট্টোপাধ্যায়  বিজেপি প্রার্থী  রুদ্রনীল ঘোষের থেকে এগিয়ে আছেন   

+  প্রথম রাউন্ডে তৃণমূল কংগ্রেস ১১৫ আসনে এগিয়ে,  ১০৬ আসনে এগিয়ে বিজেপি

 

একঝলকে                            

+  সকাল ৮টায় শুরু হলো ভোট গণনা                   

+ বাংলায় ১০৮টি কাউন্টিং স্টেশন।  ২৯২ জন পর্যবেক্ষক     

+  নিরাপত্তা রক্ষায় ২৫৬  কোম্পানি কেন্দ্রীয়  বাহিনী          

+  ২৯২টি কেন্দ্রের ভোট গণনা হচ্ছে।  দুই প্রার্থীর মৃত্যুতে দুই বিধানসভা আসনে ভোট হয়নি

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status