বাংলারজমিন

ঈদের পর অনেকের মুখোশ উন্মোচন করবো

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১ মে ২০২১, শনিবার, ৮:৪৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ বিষয়ে কয়েকদিন ধরে অনেকেই অনেক কথা বলে যাচ্ছেন। এখন রমজান মাস। কোভিড-১৯ চলছে। কবে চলে যাই জানি না। মৃত্যু যদি না হয় তাহলে ঈদের পর আল্লাহ্‌ যদি সবাইকে সুস্থ রাখে নারায়ণগঞ্জের কিছু সত্য কথা বলবো। এবং কিছু সত্য জিনিস তুলে ধরবো। এবং কিছু মানুষের মুখোশ খুলবো। তারপর দেখা যাক আল্লাহ্‌ কয়দিন বাঁচিয়ে রাখে। গতকাল ফতুল্লার মাসদাইর কবরস্থান মসজিদে জুমার নামাজের পর বড় ভাই নাসিম ওসমানের কবর জিয়ারত করার পর গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শামীম ওসমান বলেন, আমরা কিন্তু এসেছি সবাই সরবে। জীবনেরও এসেছি সরবে কান্না করে, যাবো নীরবে। রাজনীতিতে এসেছি সরবে প্রয়োজনে চলে যাবো নীরবে। যাওয়ার আগে অনেকেরই মুখোশ উন্মোচন করে দিয়ে যাবো। তিনি বলেন, মামুনুল হক সাহেবের কী হয়েছে তা আমার দেখার বিষয় নয়। আমাদের যাদের অক্ষর জ্ঞান আছে আমরা কোরআন হাদিস পড়তে পারি, আমাদের দেশের শতকরা ৮০ ভাগ লোকের তা নেই। তারা টাকা দিয়ে আলেমদের নিয়ে আসে ওয়াজের জন্য, দোয়ার জন্য, আলেমরা বক্তব্য দেন। আমি নিজে অনেক ওয়াজে গিয়েছি। আমি দেখেছি তারা যখন বক্তব্য দেন তখন মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরে এবং মানুষ তা গ্রহণ করে। সেই ব্যক্তির এহেন কার্যকালাপ যখন মানুষ দেখে তখন তারা কষ্ট পায় এবং এটা যেকোনো ধর্মের জন্যই খারাপ। নারায়ণগঞ্জের করোনা হাসপাতালের অব্যবস্থাপনার প্রশ্নে তিনি বলেন, যেখানেই অনিয়ম হবে আপনারা আমাকে জানাবেন, আমি আমার ক্ষুদ্র  ক্ষমতাবলে চেষ্টা করবো। যখন এমন অভিযোগ আসে, শতশত ডাক্তারা যারা রোগীকে সেবা দিতে গিয়ে মারা গেলেন তাদের আত্মত্যাগ ম্লান হয়ে যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status