বাংলারজমিন

প্রধানমন্ত্রীকে কটূক্তি

তাহিরপুরের যুবক ঢাকায় আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

১ মে ২০২১, শনিবার, ৮:১৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকারী এক যুবককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবকের নাম আবিরুল ইসলাম আলম। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের স্থানীয় বিএনপি নেতা বালিয়াঘাট (বাদড়গড়) গ্রামের সাবেক মেম্বার আব্দুল রশিদ এর ছেলে। গত বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।    
গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ই এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারকৃত আবিরুল ইসলাম আলমের নিজস্ব ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। এ পোস্টটি সুনামগঞ্জের গোয়েন্দা সংস্থার নজরে আসে। তারা বিষয়টি নিয়ে তদন্তে নামে এবং অভিযুক্ত আলমের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারে তিনি যশোর ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর সিভিল পোস্টের একটি স্কুলে অফিস সহায়ক পদে চাকরি করেন। সেখানে খোঁজ নিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন জানতে পারে তিনি গত এক বছর আগে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়ে ঢাকার সাভারের গ্লোবাল ফ্যাশন নামে একটি গার্মেন্টসে চাকরি নিয়েছেন। পরে বুধবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় তার বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলার প্রস্ততি চলছিল। পরে সিডিএস সূত্রে জানতে পারি ঢাকা যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশ তাহিরপুর থানাকে অবগত করেছে। তিনি বলেন, যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status