বাংলারজমিন

কটিয়াদীতে দু’দফা হামলায় ৩৫টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

৩০ এপ্রিল ২০২১, শুক্রবার, ৯:০০ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামে শহীদ, রাতুল, রাকিবের নেতৃত্বে একদল কিশোর গ্যাং ধারালো অস্ত্র দিয়ে দু’দফা হামলা করে নিরীহ গ্রামবাসীর প্রায় ৩০-৩৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ৯টা থেকে ১১টার দিকে। এ সময় অসহায় নারী শিশু ভয়ে ছোটাছুটি করে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করে।  জানা যায়, পূর্বচর পাড়াতলা গ্রামের আলী নামে এক যুবক জালালপুর ইউনিয়নের নাবালিকা একটি এতিম মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যায়। কিন্তু বিয়ে না করে দু’তিন দিন পর দশপাখি গ্রামে মেয়ের খালুর বাড়িতে রেখে যায়। মেয়ের খালু বকুল মিয়া এলাকার লোকজন নিয়ে আলীকে বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকার করে এবং তাদেরকে প্রতিহত করতে বিষয়টি নিয়ে গ্রামের শহীদ, রাতুল, রাকিব গংদের নিয়ে রাত ৯টার সময় একদফা ও রাত ১১টার দিকে আরেকদফা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এ সময় বাড়ি ঘর ছেড়ে মানুষ পালিয়ে গেলে হামলাকারীরা লুটপাট করে। পূর্বচর পাড়াতলা গ্রামের মানিক মিয়া বলেন, আমার বাড়িঘরসহ প্রায় ৩০-৩৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এর মধ্যে হবি মিয়া, বাবুল মিয়া, সাইদুর রহমান, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, বাদল, রহিম উদ্দিন, আব্দুল মান্নানের দোকান, সুনাম উদ্দিনের বাড়ি, রাজুমিয়া, হালিমা, বকুল, মঞ্জিল, আবু তাহের, ইসরাইল, আসাদ, শেখ ফরিদ ও নজরুলের বাড়িঘর ভাঙচুর করে। এ ব্যাপারে অভিযুক্ত আলীর সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করে সম্ভব হয়নি। কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status