এক্সক্লুসিভ

প্রকাশ হয়েছে সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেনের ভিন্ন স্বাদের দু’টি বই

স্টাফ রিপোর্টার

২৭ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৮:২৩ অপরাহ্ন

এবারের মেলা চলাকালে প্রকাশিত হয়েছে সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের ভিন্ন স্বাদের দু’টি বই। একটি আত্মজৈবনিক রচনা আর অন্যটি উপন্যাস। দু’টিই প্রকাশ করেছে পালক পাবলিশার্স। উপন্যাস দুই ভুবনে প্রকাশের মধ্য দিয়ে এক নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছেন সাবেক এই নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক। প্রকাশিত এই উপন্যাসে ত্রিদেশীয় রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত রোমান্স, ধর্ম, ঐতিহাসিক ঘটনা ঠাঁই পেয়েছে। একজন পেশাদার সামরিক কর্মকর্তা তার নানান অভিজ্ঞতার মিশেলে জীবনের গল্প ফুটিয়ে তুলেছেন দুই ভুবন উপন্যাসে। বইটির প্রচ্ছদ করেছেন এম সাফাক হোসেন। ২৭২ পৃষ্ঠার বইটির মূল্য ৪২৫ টাকা। প্রায় ৩০টির বেশি বইয়ের লেখক ড. এম সাখাওয়াত হোসেনের জীবনের ঘটনা অবলম্বনে ‘আমার স্মৃতিকথা’ প্রকাশিত হয়েছে এবারের মেলায়। সাতচল্লিশের দেশ ভাগ, ভারত পাকিস্তানের জন্ম এবং স্বপ্নভঙ্গের জ্বলন্ত সাক্ষী ছিলেন তিনি। ঠিক এমন একটি টালমাটাল পরিস্থিতিতেই নিজের শৈশব এবং কৈশোরকাল কাটিয়েছেন ড. এম সাখাওয়াত হোসেন। নিজে না চাইলেও তিনি এমন একটি উত্তাল সময়ের সাক্ষী হয়েছেন যখন বিশ্বের মানচিত্র ও ভূরাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে গেছে। আর সে সকল ঘটনাক্রমই উঠে এসেছে তার লেখা স্মৃতিকথায়। পালক পাবলিশার্স প্রকাশিত ১৯৬ পৃষ্ঠার এই বইটির মূল্য ৩০০ টাকা। প্রচ্ছদ করেছেন এম সাফাক হোসেন। ‘আমার স্মৃতিকথা’- বইটি দু’টি অধ্যায়ে বিভক্ত এবং ১২ টি উপ-অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়ে শৈশব জীবন, ঢাকা, রংপুর, যশোর, বাবার চাকরির সুবাদে করাচি গমন এবং স্কুল-কলেজের স্মৃতি গ্রথিত হয়েছে। আর দ্বিতীয় অধ্যায়ে  লেখকের সামরিক বাহিনীতে যোগদান, প্রশিক্ষণ, পাকিস্তান মিলিটারি একাডেমিতে জীবনযাপন, কমিশন লাভসহ নানা বিষয় উপস্থাপন করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status