প্রথম পাতা

সীমান্ত বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার

২৬ এপ্রিল ২০২১, সোমবার, ৯:২০ অপরাহ্ন

ভারতে করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন শনাক্ত ও তা দ্রুত ছড়িয়ে পড়ায় দুই সপ্তাহের জন্য দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। আজ সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। গতকাল তিনি বলেন, ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় নাগরিকদের রক্ষায় সেখান থেকে আপাতত লোক আসা বন্ধ করা হচ্ছে। এটা দুই সপ্তাহের জন্য কার্যকর হবে। মহামারি নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের কারণে ভারতের সঙ্গে আকাশপথে চলাচল আগে থেকেই বন্ধ আছে। এখন স্থলপথেও যাত্রী আসা বন্ধ হলো। তবে স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন চলবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। স্থলসীমান্ত চালু থাকায় গত ৯ দিনে প্রায় চার হাজার মানুষ ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছে। এর মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে আসা অনেককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশ ভারতকে বেসামাল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। গত চারদিন ধরে প্রতিদিনই সেখানে নতুন শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্ব রেকর্ড হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গত একদিনে তিন লাখ ৪৯ হাজার ৬৯১ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছে।  মৃত্যু হয়েছে দুই হাজার ৭৬৭ জনের। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, দিল্লির অনেক হাসপাতাল নতুন রোগী নিচ্ছে না। অক্সিজেনের অভাবে অনেক হাসপাতালে রোগী মারা যাচ্ছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের অতি সংক্রামক নতুন ধরনগুলোই ভারতকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। নতুন এই ধরন ঠেকাতে বাংলাদেশের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি দ্রুত সীমান্ত বন্ধ করে দেয়ার পরামর্শ দেয়। কমিটির পরামর্শ পেয়ে সীমান্ত বন্ধের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status