প্রথম পাতা

এসেছেন করোনা পজেটিভ রোগীও

বেনাপোল বন্দর দিয়ে ১০ দিনে ৩৮০১ জনের প্রবেশ

বেনাপোল প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২১, সোমবার, ৯:২০ অপরাহ্ন

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে গত ১৫ই এপ্রিল থেকে ২৪শে এপ্রিল পর্যন্ত অন্তত ১২ জন করোনা আক্রান্ত যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের পুলিশ তত্ত্বাবধানে যশোর  জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। গত ৯ দিনে চিকিৎসার জন্য ভারতে গিয়ে দেশে ফিরেছেন ৩ হাজার ৮০১ জন বাংলাদেশি। করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকা সত্ত্বেও দেশে ফিরে আসা যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য পরীক্ষা করে ১২ জন যাত্রীর দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন দুই দেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীরা।
ভারত ভ্রমণের ক্ষেত্রে গত বছরের জুলাইয়ের পর ইস্যুকৃত নতুন ভিসা আর ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর  থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ লাগছে। এ পথে যারা যাতায়াত করছেন তাদের ৯৫ শতাংশ মেডিকেল ভিসায়। ৫ শতাংশ বিজনেস, স্টুডেন্ট আর কূটনৈতিক ভিসায় যাতায়াত করছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ হোসেন জানান, করোনা পজেটিভ যাত্রীদের পুলিশ প্রটেকশনে বেনাপোল চেকপোস্ট থেকে যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হচ্ছে। তবে ভারত থেকে ফিরে আসা অধিকাংশ যাত্রীদের বেনাপোলের বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। পরবর্তীতে তাদের নমুনা পরীক্ষা করা হবে। এ ছাড়াও চেকপোস্ট স্বাস্থ্য বিভাগে সতর্কতা জারি রয়েছে।
উল্লেখ্য, ভারতে করোনা সংক্রমণ দ্রুত গতিতে বাড়ায় আজ সোমবার থেকে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পণ্য পরিবহন স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status