বিশ্বজমিন

সাংবাদিক তৈয়বের সব অভিযোগ প্রত্যাহার দাবি আইএফজের

মানবজমিন ডেস্ক

২৪ এপ্রিল ২০২১, শনিবার, ১১:৪১ পূর্বাহ্ন

সাংবাদিক আবু তৈয়বের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহারের জন্য খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেকের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)। এতে বলা হয়েছে, কেসিসি মেয়রের দুর্নীতির অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ার কারণে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে গত ২০শে এপ্রিল পুলিশ গ্রেপ্তার করে এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়বকে। এর আগে ১৯ শে এপ্রিল তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এতে অভিযোগ করা হয়, আবু তৈয়ব তার ফেসবুক পেইজে কেসিসির মেয়রের মানহানি হয় এমন নেতিবাচক প্রচারণা চালিয়েছেন। উল্লেখ্য, কেসিসি মেয়র ক্ষমতাসীন আওয়ামী লীগের খুলনা শহর শাখার প্রেসিডেন্টও। অভিযোগ করা হয়েছে, মেয়রের কথিত দুর্নীতি নিয়ে ওই সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা খবর প্রচারে লিপ্ত। তাকে গ্রেপ্তারের পর ২১শে এপ্রিল খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানে তার পক্ষের আইনজীবীর জামিন আবেদন প্রত্যাখ্যান করেন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। আইএফজে আরো লিখেছে, বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন গৃহীত হয় ২০১৮ সালের অক্টোবরে। এতে মতপ্রকাশের স্বাধীনতায় বিপজ্জনক বিধিনিষেধ আছে। সমালোচনাকে বন্ধ করার জন্য এই আইনটি নিয়মিতভাবে ব্যবহার করে কর্তৃপক্ষ। কোভিড-১৯ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দমনপীড়ন চালাতে এই আইনটির প্রয়োগ বৃদ্ধি পেয়েছে। এভাবেই গ্রেপ্তার করা হয় অনেককে। ফেসবুকে কোভিড-১৯ নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করে পোস্ট দেয়ার কারণে ২০২০ সালের মে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে আটক করা হয় মুশতাক আহমেদকে। তিনি ২০২১ সালের ২৫শে ফেব্রুয়ারি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় মারা যান। এ বিষয়ে মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এক বিবৃতিতে বলেছে, সাংবাদিক আবু তৈয়বকে গ্রেপ্তারের কড়া নিন্দা জানায় বিএমএসএফ। একই সঙ্গে তার মুক্তি দাবি করে। অন্যদিকে আইএফজে বলেছে, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমে স্বাধীনতায় মারাত্মক এক হুমকি হয়ে দেখা দিয়েছে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন। এটা ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তা বাস্তবায়ন করা হচ্ছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে বাংলাদেশ সরকারকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status