ভারত

অক্সিজেন উৎপাদনে এগিয়ে এলেন টাটা, আম্বানি, জিন্দালরা, সালমান খান-সোনু সুদরা মানুষের পাশে

বিশেষ সংবাদদাতা

২৪ এপ্রিল ২০২১, শনিবার, ৯:৫৬ পূর্বাহ্ন

ভারতে করোনা রুখতে এগিয়ে এলেন দেশের শীর্ষ শিল্পপতি গোষ্ঠীরা। টাটা, মুকেশ আম্বানি এবং জিন্দাল গোষ্ঠী সিদ্ধান্ত নিল তাদের প্লান্টে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের উৎপাদন কমিয়ে তারা বাড়াবেন জীবনদায়ী অক্সিজেন। দেশে অক্সিজেনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে তিন সংস্থা। ভারতে অক্সিজেনের চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে।  চাহিদার তুলনায় জোগান কম। এই ঘাটতি কিছুটা পূরণের জন্যে উদ্যোগী হয়েছে এই শিল্পপতি গোষ্ঠীগুলি। পিছিয়ে নেই বলিউডও। সালমান খান বরাবরই নিভৃতে দান ধ্যান করেন। এবার তিনি স্বাস্থ্য কর্মীদের পাশে এসে দাঁড়ালেন। মুম্বইয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই করা কয়েকহাজার স্বাস্থ্য কর্মীর খাওয়ার ব্যবস্থা করেছেন সালমান। গরিবের ভগবান,  বলিউডের আর এক তারকা সোনু সুদ করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিতে উদ্যোগী ভূমিকা নিয়েছেন। সোনু সুদের চেষ্টাতেই হায়দরাবাদে করোনার কারণে হৃদরোগে আক্রান্ত এক মহিলাকে উড়িয়ে আনা হল দিল্লিতে। সোনু সুদ অবশ্য নিরন্তর করোনা আক্রান্তদের সেবা করে চলেছেন। প্রথমবার লকডাউনের সময় সালমান মুম্বই এর রাজপথে ট্রাক ট্রাক খাবার বিলি করেছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status