খোশ আমদেদ মাহে রমজান

আল্লাহ্‌র নৈকট্য লাভের প্রথম ধাপ তওবা

মাওলানা এম এ করিম ইবনে মছব্বির

২৩ এপ্রিল ২০২১, শুক্রবার, ৯:১৫ অপরাহ্ন

আজ এগারোতম রমজান। রমজানের প্রথম দশটি দিবসে রোজাদার ব্যক্তির জীবিত এবং মৃত্যু ওয়ারিশগণের ওপর মহান আল্লাহর রহমত নাজিল হয়। আর রমজানের মধ্যবর্তী দশকে রোজা পালনকারী ব্যক্তির জীবিত এবং মৃত্যু ওয়ারিশগণকে মহান আল্লাহ পাক ক্ষমা করে দেন। রমজানের শেষ দশকে রোজা পালনকারীর মৃত্যু ওয়ারিশগণকে আল্লাহ পাক দোজখের আগুন থেকে নাজাত দান করেন। রমজান মাসের মাগফিরাতের দিবসের বদৌলতে রোজাদারবৃন্দ মহান আল্লাহর সরাসরি মাগফিরাতের চাদরে আচ্ছাদিত হয়ে আছেন। সুতরাং সকল মুমিনদেরই মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যেতে হবে। আর সে জন্য বেশি বেশি করে আল্লাহর নিকট খালিস নিয়তে তওবা করতে হবে। আল্লাহর নৈকট্য লাভের প্রথম ধাপ হলো তওবা। রমজানের রোজার পাশাপাশি একমাত্র মহান আল্লাহর নিকট তওবা লাজিম। মাহে রমজানের রহমতের প্রথম দশকে মহান আল্লাহর রহমত লাভের পর, রমজানের মধ্য দশকে মহান আল্লাহর নিকট ক্ষমা লাভ করতে হবে। আর শেষ দশ দিবসে দোজখ থেকে মুক্তি চাইতে হবে। অতএব মাহে রমজানের মধ্য দশক মাগফিরাতের দিবসগুলোতে বেশি বেশি মহান আল্লাহর নিকট তওবা করতে হবে। আর তওবার জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো সাইয়িদুল ইছতিগফার। মহান আল্লাহর নিকট তওবা করার উত্তম দোয়া- আল্লাহুম্মা আনতা রাব্বী, লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানী ওয়া আবদুকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া ওয়াদিকা মাছতাতায়তু ওয়া আউজুবিকা মিন শাররি মা ছানায়াতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইহা, ওয়া আবুউ লাকা বিজানবী ফাগফিরলী, ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা। ইল্লা আনতা।’ অর্থাৎ- হে আল্লাহ। আপনি আমার প্রতিপালক। আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দাহ। আর সাধ্য অনুযায়ী আমি আপনার সকল প্রতিশ্রুতিতে অঙ্গীকারাবদ্ধ। আমি আপনার নিকট আমার কৃতকর্মের সকল অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার প্রতি আপনার প্রদত্ত সকল নিয়ামতসমূহের স্বীকৃতি প্রদান করছি। আপনার নিকট আমার গোনাহসমূহ স্বীকার করে নিচ্ছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন। আপনি ব্যতীত আর কেউ আমার গোনাহসমূহ মার্জনা করতে পারবে না। শুধুমাত্র ইল্লা আনতা- একমাত্র তুমি আল্লাহ ব্যতীত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status