বাংলারজমিন
সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন স্যার এনাম
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০২১-০৪-২৪
মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন স্যার এনাম উল ইসলাম। ইতিমধ্যে তিনি ভোটের মাঠে প্রচারণা শুরু করেছেন। বিশেষ করে করোনাকালে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। এলাকার উন্নয়নসহ নানা বিষয় নিয়ে মানুষের সঙ্গে আলোচনা করছেন। পাচ্ছেন সাড়াও। স্যার এনাম উল ইসলাম জানিয়েছেন, এ আসনের জনগণের সেবা করতে তিনি আগামী উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন। ভোটের মাঠে সাড়াও পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। এ বছরও খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার অসহায় মানুষের পাশে। পাশাপাশি পবিত্র মাহে রমজানের প্রাক্কালে খাদ্য সহায়তার পাশাপাশি প্রায় ৫০০০ মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন নির্মাণাধীন আব্দুল জলিল গ্রান্ড মসজিদে নিম্ন আয়ের মানুষের জন্য আয়োজন করেছেন ইফতারের। ’৭৫ পরবর্তী সিলেট এমসি কলেজ ছাত্রলীগের মেধাবী এই ছাত্রনেতা দায়িত্ব পালন করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেষ্টার শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিটি ক্রান্তিলগ্নে আন্তর্জাতিক জনমত গঠনে নিরলস কাজ করে যাওয়া গ্রেট বৃটেনের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা স্যার এনাম বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত হিসেবে সমাদৃত। কোনো প্রকার ক্ষমতার অংশীদার না হওয়া সত্ত্বেও সিলেট-৩ আসনের মানুষের কল্যাণে তার ইতিমধ্যে নেয়া উদ্যোগ দল মতের উর্ধ্বে স্যার এনামকে নিয়ে গেছে একটি অনন্য অবস্থানে। নির্বাচন নিয়ে তার মনোভাব জানতে চাইলে তিনি বলেন- ‘শেখ হাসিনা যদি আমাকে বিবেচনায় নেন তবেই আমি নির্বাচন করবো। আমি বিশ্বাস করি যারা আমাকে চেনেন তারা এও জানেন এনাম উল ইসলাম কথায় নয় কাজে বিশ্বাসী।’