দেশ বিদেশ

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার

২৩ এপ্রিল ২০২১, শুক্রবার, ৯:১৪ অপরাহ্ন

আগামী ২৩ থেকে ২৯শে এপ্রিল ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’Ñ প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উদযাপিত হতে যাচ্ছে। এই উপলক্ষে গতকাল স্বাস্থ্যসেবা বিভাগ আয়োজিত ভার্চ্যুয়াল সভার মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ এর উদ্বোধন ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন- জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো খলিলুর রহমান।  ‘মুজিববর্ষের উচ্ছ্বাসে, স্বাধীনতার পঞ্চাশে- পুষ্টি গড়ে ভিত্তি, উন্নয়নের উন্মেষে’- সেøাগানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ। পুষ্টি সপ্তাহ উপলক্ষে কোভিড পরিস্থিতি বিবেচনায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে জুমার নামাজের বয়ানের মাধ্যমে মানুষকে সচেতন করা, স্বাস্থ্যকেন্দ্রে আগত মা ও শিশুদের বিশেষ সেবা প্রদান, প্রবীণ এবং মুক্তিযোদ্ধাদের জন্য স্বাস্থ্য সেবা প্রদান, কমিউনিটি ক্লিনিকে শিশু, কিশোর, কিশোরী, গর্ভবতী নারীদের বিশেষ পুষ্টি বিষয়ে পরামর্শ প্রদান, এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং এ পুষ্টিকর খাবার/ফুড বাস্কেট বিতরণ, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পসহ গুচ্ছগ্রাম/দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার/ফুড বাস্কেট বিতরণ, জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিলবোর্ড স্থাপন, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এবং মাস্ক বিতরণ ইত্যাদি।  প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, কোভিডকালীন সময়ে সীমাবদ্ধতার মাঝেও স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে, তার প্রমাণ হচ্ছে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ পালন। জনগণের পুষ্টিস্তর উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুষ্টির সকল সূচকে আমরা উন্নতি করেছি, যা দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রেখেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status