অনলাইন
বাঁশখালীতে গুলিবিদ্ধ আরো ২ শ্রমিকের মৃত্যু
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
২০২১-০৪-২২
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে গুলিবিদ্ধ মো. শিমুল (২৩) ও রাজিউল ইসলাম (২৫) নামে আরো দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত জনে।
মো. শিমুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও রাজিউল ইসলাম বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিমুল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আব্দুল মালেকের ছেলে। রাজিউল দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বেতদিঘি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির। তিনি বলেন, বুধবার বিকাল সাড়ে ৫ টায় গুলিবিদ্ধ শ্রমিক শিমুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর রাজিউল ইসলাম বুধবার দিবাগত রাতে নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে মারা যায়।
মো. শিমুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও রাজিউল ইসলাম বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিমুল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আব্দুল মালেকের ছেলে। রাজিউল দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বেতদিঘি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির। তিনি বলেন, বুধবার বিকাল সাড়ে ৫ টায় গুলিবিদ্ধ শ্রমিক শিমুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর রাজিউল ইসলাম বুধবার দিবাগত রাতে নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে মারা যায়।