খেলা

মালদ্বীপ প্রথম পছন্দ আবাহনীর

স্পোর্টস রিপোর্টার

২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৯:০৩ অপরাহ্ন

লকডাউনের কারণে এএফসি কাপের ম্যাচে মালদ্বীপ ঈগলসকে আতিথ্য দিতে পারেনি আবাহনী লিমিটেড। ম্যাচটি আয়োজনের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে মালদ্বীপ প্রথম পছন্দ আবাহনীর। স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ১৪ই এপ্রিল হওয়ার কথা ছিল। লকডাউনের কারণে ম্যাচ স্থগিত হলে এএফসি আবাহনীকে নিরপেক্ষ ভেন্যু খুঁজতে বলে। সেই মোতাবেক ২১ শে এপ্রিল নেপালে ম্যাচ আয়োজনের ব্যবস্থা কবে আবাহনী। তবে করোনার প্রকোপ সামলাতে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে সরকার। যার কারণে এই পরিকল্পনাটিও ভেস্তে যায়। ম্যাচটি নিয়ে এএফসি, বাফুফে ও আবাহনীর মধ্যে আলোচনা সভা হয়েছে। তবে নির্দিষ্ট কোনো ভেন্যু নির্ধারণ করা না গেলেও তিনটি অপশন নিয়ে আলোচনা করে সভাটি। ভারতে গিয়ে ম্যাচটি খেলতে পারে আবাহনী ও ঈগলস। জয়ী দলটি থেকে যাবে ব্যাঙ্গালুরু এএফসির বিপক্ষে প্লেঅফ রাউন্ড খেলতে। আর শেষ অপশন গ্রুপপর্বের আগে মালদ্বীপে ম্যাচ আয়োজন। দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হলে সার্বিক পরিস্থিতি নিয়ে এএফসিকে চিঠি পাঠায় বাফুফে। এএফসি ২৩ শে এপ্রিল পর্যন্ত সময় ধওে দিয়ে আবাহজনীকে ম্যাচটি নিয়ে তাদের পরিকল্পনার কথা জানাতে বলেছে। আবাহনী ম্যানেজার সত্যজিৎ রুপু  এ বিষয়ে বলেন, ‘বুঝতে পারছি না আমরা এএফসিকে কী পরিকল্পনার কথা জানাবো। লকডাউন উঠে যাবে কি না, আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে কি না তা নিশ্চিত নয়। তাহলে আমরা কিভাবে ভারতে খেলতে যাবো। ফ্লাইট বন্ধ, ভিসা বন্ধু। আমাদের ভারতের ক্লাব ব্যাঙ্গালুরুর সঙ্গেও আলোচনা করতে বলেছে এএফসি। ব্যাঙ্গালুরু তো হোস্ট, তাদের বলব ভিসার ব্যবস্থা করে দিতে।’
ভারতে গিয়ে আবাহনী দুই ম্যাচ জিতলে আবার মালদ্বীপ গিয়ে গ্রুপ পর্বেও ম্যাচ খেলতে হবে। তার চেয়ে আবাহনী ও ব্যাঙ্গালুরুকে মালদ্বীপে নিয়ে যাওয়াই ভালো মনে করছেন রুপু। তিনি বলেন, ‘এটা এএফসির শেষ অপশন। আমার কাছে এটাকেই সেরা মনে হচ্ছে। কারণ আবাহনী ও ব্যাঙ্গালুুরু যে-ই গ্রুপপর্বে উঠুক যেতে তো হবে মালদ্বীপেই। তার চেয়ে আগেই সেখানে গিয়ে ম্যাচ খেলাই তো ভালো। এই লাস্ট অপশন নিয়ে আগেও আলোচনা হয়েছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status