খেলা

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাবরের

স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৯:০৩ অপরাহ্ন

ক’দিন আগে বিরাট কোহলিকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন বাবর আজম। এবার টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকায় দুইয়ে উঠে এসেছেন এই পাকিস্তানি ক্রিকেট তারকা। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটম্যানদের তালিকায় বাবর আজম অ্যারন ফিঞ্চকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছেন। এতে ভারতীয় তারকা বিরাট কোহলির সঙ্গে ব্যবধান আরো একধাপ বাড়লো তার। কোহলি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই ৫ নম্বরে রয়েছেন। যথারীতি শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেরা রেটিং নাঈম শেখের। নিউজিল্যান্ড সফর শেষে ৫৩৪ পয়েন্ট নিয়ে তালিকার ২৮তম স্থানে রয়েছেন এ বাংলাদেশি ওপেনার। ৫২৪ পয়েন্ট নিয়ে ২৯ নম্বরে রয়েছেন লিটন কুমার দাস। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আছেন ৩১তম স্থানে।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী সেরা অলরাউন্ডারের তালিকায় দুইয়ে অবস্থান বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের। বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৩৮। শীর্ষে থাকা আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীর (২৮৫) চেয় ৪৭ পয়েন্টে পিছিয়ে আছেন সাকিব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status