দেশ বিদেশ

ফেনসিডিল বিক্রির দায়ে এএসপিসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৮:৫৮ অপরাহ্ন

বগুড়ায় উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রির দায়ে শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা যায়। শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীকে প্রত্যাহার করে বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। এছাড়া মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহিনউজ্জামান শাহিন এবং এসআই সুজাউদ্দৌলাকে পুলিশ সুপারের আদেশে প্রত্যাহার করা হয়।
জানা গেছে, গত ৩রা এপ্রিল রাতে বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এ সময় ঢাকাগামী বাস খালেক পরিবহন থেকে নাজিম নামের এক ব্যক্তিকে ৫০ বোতল এবং পিংকি পরিবহন নামের বাস থেকে সাইফুল ইসলাম নামের একজনকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক (এসআই) সুজাউদ্দৌলা বাদী হয়ে পৃথক দুইটি মামলা করেন। পিংকি পরিবহন থেকে উদ্ধারকৃত ১৯৮ বোতল ফেনসিডিলের স্থলে ১১০ বোতল জব্দ দেখিয়ে সাইফুলের নামে মামলা দেয়া হয়। বাকি ৮৮ বোতল ফেনসিডিল পুলিশের এক কর্মকর্তা সোর্সের মাধ্যমে বিক্রি করে দেন বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে বগুড়ার পুলিশ সুপার মামলা দু’টি ডিবিতে স্থানান্তরের আদেশ দেন। এছাড়াও তিনি গত ২০শে এপ্রিল মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রে উপস্থিত হয়ে ফেনসিডিল উদ্ধারের সময় উপস্থিত পুলিশ সদস্য ছাড়াও মামলার সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করেন।
তবে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহিনউজ্জামান শাহিন বলেন, ‘প্রত্যাহারের আদেশ এখনো পাইনি। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবো।’ দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, ‘আমি এই অন্যায়ের সঙ্গে জড়িত নই।’
শিবগঞ্জের ওই ঘটনায় তিন পুলিশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, এ সংক্রান্ত একটি পরিপত্র পুলিশ হেড কোয়ার্টার থেকে জারি হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status