বিশ্বজমিন

ফেসবুকে চিরবিদায়ের নোট, পরদিনই করোনায় মৃত্যু চিকিৎসকের

মানবজমিন ডেস্ক

২১ এপ্রিল ২০২১, বুধবার, ২:৫২ অপরাহ্ন

বন্ধু, স্বজন, আত্মীয়দের কাছ থেকে ফেসবুকেই শেষ বিদায় নিয়েছেন তিনি। এর মাত্র একদিন পরেই করোনা ভাইরাসে মারা গেছেন মুম্বইয়ের ৫১ বছর বয়সী ড. মানিশা যাদব। একের পর এক করোনা ভাইরাস মহামারির যেসব হৃদয়বিদারক খবর আসছে তার মধ্যে এটি অন্যতম। মহারাষ্ট্রে বেশ কিছু ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মারা গেছেন ১৬৮ জন। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। এতে বলা হয়, সোমবার মারা যান ড. মানিশা যাদব। এর আগের দিন তিনি ফেসবুক পেইজে লিখেছিলেন জীবনের শেষ কয়েকটি শব্দ। ইংরেজিতে লেখা ওই শব্দগুলোর বাংলা অর্থ এরকম- ‘হতে পারে এটাই আমার জীবনের শেষ শুভ সকাল। হয়তো এই প্লাটফরমে আপনাদের সাথে আমার আর দেখা হবে না। নিজের যতœ নেবেন সবাই। দেহ মরে যায়। আত্মা মরে না। আত্মা অমর।’
উল্লেখ্য, ক্লিনিক্যাল এবং প্রশাসনিক দায়িত্ব উভয়টিতেই দ্রুততার সঙ্গে মোকাবিলার জন্য সবার কাছে পরিচিত ছিলেন ড. মানিশা যাদব। উল্লেখ্য, ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের তথ্যমতে, ভারতের মহারাষ্ট্রে এ পর্যন্ত কমপক্ষে ১৮ হাজার ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৬৮ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status