দেশ বিদেশ

করোনায় সাবেক যুগ্ম সচিব আবুল হোসেনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

২১ এপ্রিল ২০২১, বুধবার, ৯:২৪ অপরাহ্ন

করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আবুল হোসেন (৬৪) (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসায় করোনা নেগেটিভ হলেও করোনা পরবর্তী জটিলতায় গতকাল তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা আবুল হোসেন ১৯৮১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে মাস্টার্স পাস করেন। চাকরি জীবনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এঙটার্নাল পাবলিসিটি উইং, বিটিভি’র বার্তা বিভাগ, নেপালে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেন। মরহুমের গ্রামের বাড়ি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি স. ম. গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী জালাল উদ্দিন। মরহুমের পরিবারের শোকসন্তুপ্ত সদস্যবর্গের প্রতি তারা গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status