বাংলারজমিন

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জিহাদের আহ্বান, মহম্মদপুরে যুবক আটক

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

২১ এপ্রিল ২০২১, বুধবার, ৯:০৫ অপরাহ্ন

সম্প্রতি আটক হওয়া হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হককে আটকের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জিহাদের আহ্বান করায় পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া এলাকা থেকে মো. শাহীন বিপ্লব (২১) নামে এক তরুণকে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের পশ্চিমপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এরআগে ওই দিন সন্ধ্যায় মহম্মদপুর থানায় শাহীনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। আটককৃত শাহীন বিপ্লব ওরফে শাহীন সর্দার ওই এলাকার শাহাজান সর্দারের ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র ও ছাত্রদলের একজন কর্মী বলে জানা গেছে। মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস মানবজমিনকে জানান, শাহীন ১৯শে এপ্রিল রাত ৯টা ৪৯ মিনিটে ফেসবুকে জিহাদের আহ্বান প্রকাশ ও প্রচার করেন। তার আহ্বানে সাড়া দিয়ে কয়েক হাজার উচ্ছৃঙ্খল লোকজন জমায়েত হয়। পরিস্থিতির অবনতির আশঙ্কা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে ফেসবুকের মাধ্যমে মিথ্যাচার করেছেন শাহীন। এজন্য তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহীনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status