খেলা

‘সাংবাদিকদের মিস করি’

স্পোর্টস রিপোর্টার

২১ এপ্রিল ২০২১, বুধবার, ৮:০৬ অপরাহ্ন

২০১৯-এর মার্চ থেকে দেশের ক্রিকেটে করোনাভাইরাসের হানা। এরপর থেকে বদলে গেছে অনেক কিছুই। মাঠে ক্রিকেট ফিরলেও ক্রিকেটারদের সঙ্গে সরাসরি সংবাদ সম্মেলন বেশ কঠিন বিষয়। ঘরোয়া ক্রিকেটে কিছুটা সংবাদ মধ্যমের সামনে কথা বলার সুযোগ থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে তা একেবারেই নেই। এবার শ্রীলঙ্কা সফরেও বাংলাদেশ কোনো সংবাদিককে যেতে অনুমতি দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড ও সরকার। যে কারণে পরপর দু’টি বিদেশ সফরেই টাইগার ক্রিকেটাররা দেশীয় কোনো সংবাদকর্মীকে পাচ্ছেন না। অবশ্য এটি অনেক ক্রিকেটারের জন্য স্বস্তির বিষয়ও। কারণ বার বার তাদের নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় না। এমনকি অপ্রিয় কোনো প্রশ্নের উত্তরও দিতে হয় না। যে কারণে বাংলাদেশ অধিনায়কের কাছে হাসির ছলে প্রশ্ন ছিল- ‘সাংবাদিকদের চেহারা দেখতে হয় না এতে স্বস্তি কি না?’ অবশ্য টাইগার অধিনায়ক জানিয়েছেন  তেমনটা তো নয়ই বরঞ্চ তিনি সংবাদকর্মীদের মিস করছেন। তিনি বলেন, ‘না! আমি সবসময় সাংবাদিক মিস করি। যখন থেকে বাংলাদেশ দলে খেলি চেষ্টা করতাম প্রতিদিন প্রেস কনফারেন্সে যাবো। এই জিনিসটা আমার ভালো লাগতো। তার মানে প্রতিদিন দলের জন্য কন্ট্রিবিউট করা লাগবে। সত্যি বলতে এখন সংবাদ সম্মেলনের আগের অনুভূতিটা আসে না। সামনাসামনি থাকলে আরও বেশি উপভোগ করি। খুব মিস করি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status