অনলাইন

অক্সিজেনের সংকট নেই : অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার

২০২১-০৪-২০

দেশে অক্সিজেনের সংকট নেই। সরকার হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের সর্বাত্মক চেষ্টা করছে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। হাসপাতালগুলোতে অক্সিজেনের সরবরাহ নিয়ে করা এক আবেদনের ওপর শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল  আদালতকে এ তথ্য জানান। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। পরে তিনি গণমাধ্যমকে বলেন, শুনানির শুরুতে করোনায় অক্সিজেন সংকটের বিষয়টি তুলে ধরি এবং সীমিত সময়ের জন্য শিল্প কল-কারখানায় অক্সিজেন সরবরাহ বন্ধ করে শুধুমাত্র হাসপাতাল ও মেডিক্যাল সেন্টারগুলোতে রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ করার বিষয়ে আদালতের নির্দেশনা প্রার্থনা করি। এছাড়া, অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ও হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের আবেদন জানাই। পার্শ্ববর্তী দেশ ভারতের প্রসঙ্গ টেনে আদালতকে জানাই, ভারতে করোনা পরিস্থিতিতে শিল্প কল-কারাখানার অক্সিজেন সাপ্লাই বন্ধ করে শুধুমাত্র হাসপাতাল ও মেডিক্যাল সেন্টারে সরবরাহ করা হচ্ছে। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি আদালতকে জানিয়েছি দেশে অক্সিজেনের সংকট নেই। সরকার হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ রয়েছে। তাছাড়া অক্সিজেনের সংকট রয়েছে এমন কোনো প্রতিবেদনও পত্রিকায় দেখিনি।
পরে আদালত, সরকার যেহেতু অক্সিজেন সরবরাহের সর্বাত্মক চেষ্টা করছে এবং অক্সিজেনের সংকট নেই বলে জানালো রাষ্ট্রপক্ষ, তাই আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। মানুষের জীবন বাঁচানো সবার আগে, প্রয়োজন হলে আদালত অবশ্যই বিষয়টি দেখবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status