বাংলারজমিন

সোনাইমুড়ীতে সড়ক সংস্কারে নিম্নমানের ইট-খোয়া, উঠে যাচ্ছে কার্পেটিং

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ১:৫৫ অপরাহ্ন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নতুন সড়ক নির্মাণ ও পুরোনো সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ২টি সড়ক নির্মাণে নিম্নমানের ইট-বালু ব্যবহার করা হচ্ছে। তাছাড়া সংস্কার কাজে প্রয়োজনের তুলনায় নামমাত্র বিটুমিন ব্যবহার করা হচ্ছে। বারগাঁও ইউপির কৈয়া রাস্তার মাথা থেকে ভাবিয়াপাড়া  রাস্তার মাথা পর্যন্ত সড়কে ১ হাজার ২৫ মিটার অংশ নতুন রাস্তার কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান রাহিদ কনস্ট্রাকশন।
স্থানীয়দের অভিযোগ শুনে সরজমিনে গেলে ভাবিয়াপাড়ার আবুল খায়ের ও বারগাঁও এর ব্যবসায়ী জাফর বলেন, ১নং ইট দিয়ে সড়ক সংস্কারের কথা থাকলেও এর তোয়াক্কা না করে অত্যন্ত নিম্নমানের ইট দিয়ে রাস্তা করা হচ্ছে। কার্পেটিংয়ে বিটুমিন না দেয়ায় এখনই হাত দিয়ে খোঁচালেই কার্পেটিং উঠে যায়। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের ইচ্ছেমতো কাজ করে চলে যায়। এগুলো দেখার যেন কেউ নেই। এছাড়া সোনাইমুড়ী কলেজ গেইট থেকে মুহুরীগঞ্জ পর্যন্ত ৭ কিলোমিটার সংস্কার কাজ এক মাস না যেতেই বিভিন্ন স্থানে কার্পেটিং নামের লিপস্টিক উঠে যাচ্ছে। এসব সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, কাজে নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করা হয়েছে। তাছাড়া নামমাত্র বিটুমিন ব্যবহার করা হচ্ছে। ঐ সড়কের নির্মাণ সংশ্লিষ্ট একজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিটুমিনের মধ্যে অতিনিম্নমানের বিপিসি বিটুমিন, এখানে তাও ঠিকমতো ব্যবহার হচ্ছে না। বিটুমিন কেন ব্যবহার করছেন না জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদার যে ভাবে করতে বলেছেন, তারা সেভাবেই কাজ করছেন। এসব বিষয় নিয়ে বিগত ৭ই মার্চ উপলক্ষে সোনাইমুড়ী থানা কর্তৃক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা প্রশাসনের উন্নয়ন খাতে (সড়ক, স্কুল, ব্রীজ-কালভার্ট) কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে দেখেও কিছু করতে পারছি না।  
এলজিইডি নোয়াখালী এর নির্বাহী প্রকৌশলী একরামুল করিম এর নিকট জানতে চেয়ে একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। এদিকে উপজেলা প্রকৌশলী রাহাত আমিন জানান, নিম্নমানের ইট ও বিটুমিন ছাড়া রাস্তা নির্মাণ কাজের খবর পেয়ে তাৎক্ষণিক তা বন্ধ করতে বলা হয়েছে । নিম্নমানের সামগ্রী ব্যবহার বন্ধ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে কিভাবে রাস্তা নির্মাণ হচ্ছে জানতে চাইলে সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম ও কার্যসহকারী হেলাল উদ্দিন বলেন, আমরা আমাদের সাধ্যমত কাজ বুঝে নেওয়ার চেষ্টা করছি। অনিয়মের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান রাহিদ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী জসিম উদ্দিন এর নিকট জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে সাংবাদিককে অকথ্য ভাষায় গালমন্দ করে দেখে নেয়ার হুমকি দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status