বাংলারজমিন

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীরসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৮:৪৩ অপরাহ্ন

হেফাজতের হরতাল চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহিংসতা ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত  রাত একটায় ফতুল্লার তল্লা এলাকার নিজ বাড়ি থেকে মাওলানা মঈনুদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। একই সময় বিএনপি নেতা মো. ইসলাম ও জামায়াতে ইসলামীর সদস্য মো. জনিকে পুলিশ গ্রেপ্তার করে। এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানিয়েছেন, রাতে তাদের গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় নেয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া ৩ জনই  নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল তাদের আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২৮শে মার্চ সারা দেশে হেফাজতে ইসলামের ঢাকা হরতালে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সানারপাড় ও চিটাগাং রোড এলাকায় মহাসড়কে গাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর চালানোর অভিযোগ এনে সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখ করে ৮টি মামলা দায়ের করা হয়। এই ৮ মামলায় পুলিশ এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status