দেশ বিদেশ

রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৮:৪১ অপরাহ্ন

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাছ থেকে আম চুরি করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে স্থানীয় বায়োজিদ, শুভ, শফিউল্লাহ, রিফাত ও গাফ্‌ফারসহ আরো বেশ কয়েকজন মিলে মাহবুব আলমের গাছের আম চুরি করে নিয়ে যায়। এ নিয়ে শুক্রবার রাতে মাহবুব আলম ও বড় ভাই গুলজার হোসেনের সঙ্গে শুভ’র সঙ্গে আমপাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শুভ, বায়োজিদ, শফিউল্লাহ, রিফাত ও গাফ্‌ফারসহ ৩০-৩৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাহবুব আলমের বাড়িতে গিয়ে হামলা ভাঙচুর চালায় ও তার পরিবারের সদস্যদের মারধর করেন। গত শনিবার সকালে এটি গ্রাম্য সালিশে মীমাংসা হলেও শুভ সালিশ না মেনেই চলে যায়। গত রোববার রাত ১০টার দিকে শুভ ও তার সহযোগীরা মাহবুব আলমের আত্মীয় আব্বাস নামে একজনকে রাস্তায় একা পেয়ে ব্যাপক মারধর করে। এ ঘটনায় আব্বাসের পক্ষের লোকজন ও গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে শুভ বাহিনীর ওপর পাল্টা হামলা চালায়। এ সময় গ্রামবাসী শুভ ও তার সহযোগীদের বাড়িতে হামলা চালায়। এ সময় দু’পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে।
 এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ আহত হয়েছে বলে জানা গেছে। আহতের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন বলেন, আমি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status