বাংলারজমিন

ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব নীরব প্রশাসন

রবিউল ইসলাম বেলাল, ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে

২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৮:৩৫ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রায় ৩ মাস থেকে বালু উত্তোলন চললেও নীরব ভূমিকায় প্রশাসন। জনমনে ক্ষোভের সৃষ্টি হলেও  নানা অজুহাত দেখাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার। অবৈধ বালু উত্তোলন বন্ধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সরাসরি চিঠি দিলেও ফুলবাড়ী উপজেলায় তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সরজমিন দেখা গেছে, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যোতিন্দ্র নারায়ণ এলাকার গুয়াবাড়ী ঘাটে নবনির্মিত সেতুর মাত্র দুইশ’ গজ দূরে বারোমাসিয়া নদী থেকে প্রতিদিন শত শত ট্রাকে বালু তোলা হচ্ছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে সেতুটি। আর অবৈধভাবে উত্তোলন করা এসব বালু পুকুর ভরাট, বসতবাড়ি উঁচুকরণসহ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের কাজে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল, চর গোরকমণ্ডল, কৃষ্ণানন্দ বকসি, পশ্চিম  ফুলমতি কলাবাগান, শিমুলবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী, সোনাইকাজী, ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা, শাহবাজার, বজরের খামার, বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কালিরহাট, টনকার মোড়, কামালপুর, বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি, পূর্ব ধনিরাম, পশ্চিম ধনিরাম, ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইলভীড়, রামরামসেন, উত্তর রাবাইতাড়ী এবং কাশিপুর ইউনিয়নের কলেজ মোড়, অনন্তপুর, মধ্য অনন্তপুর, অনন্তপুর বালাবাড়ী, ঘুঘুরহাট, বেড়াকুটি এলাকায় প্রায় অর্ধ শতাধিক অবৈধ ড্রেজার মেশিনে দিনরাত ভূ-গর্ভস্থ বালু উত্তোলন চলছে। আর অবৈধভাবে উত্তোলন করা এসব বালু দেদারছে বিক্রি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন বালু ব্যবসায়ীরা। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন বলেন, ভূগর্ভস্থ বালু উত্তোলনের কারণে শুস্ক মৌসুমে নদী ভাঙন বৃদ্ধি পেতে পারে।
কিন্তু বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী অফিসারকে বালু উত্তলনের ছবি দেয়া হলেও তিনি প্রায় ৩ মাস থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে আসছেন। একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. রেজাউল করিম জানান, আপনাদের মাধ্যমে শুনেছি ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তলন করে। যারা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও এবং পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। নতুন করে কেউ বালু উত্তোলন করলে আমাকে জানাবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status