বাংলারজমিন

নবীগঞ্জে ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৮:৩৩ অপরাহ্ন

নবীগঞ্জে ব্রিজ নির্মাণকাজে অনিয়ম দেখে এর কার্যক্রম বন্ধ করে দিয়েছে উত্তেজিত জনতা। খবর পেয়ে উপজেলার সহকারী প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। উপজেলার ইনাতগঞ্জ-সঈদপুর সড়কের ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ সংলগ্ন বিবিয়ানা নদীর উপর নির্মিত ব্রিজ নির্মাণ কাজের অনিয়ম নিয়ে তোলপাড় চলছে। ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই ব্রিজের নির্মাণকাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মিজানুর রহমান শামীম ট্রেডার্স। যার স্বত্বাধিকারী হলেন আবুল কাশেম।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, বর্তমানে ব্রিজের পাইলিংয়ের কাজ চলছে। প্রতিটি পিলারের পাইলিং ৩২ মিটার (১০৫ ফুট) থাকার কথা। গত শনিবার বিকালে ঠিকাদার আবুল কাশেম শুধুমাত্র সাড়ে ১০ মিটারের একটি পিলারের জন্য রডের সঙ্গে রিং বেঁধে লোহার খাঁচা পাইলিংয়ের গর্তে ঢালাইয়ের কাজ শুরু করেন। এ সময় এলাকার শত শত জনগণ অনিয়মের বিষয়টি বুঝতে পেরে কাজে বাধা প্রদান করেন। তারা প্রতিবাদ করে বলেন,  যেখানে প্রতিটি পিলারের পাইলিং ৩২ মিটার (১০৫ ফুট) থাকার কথা,  সেখানে সাড়ে ১০ মিটার ঢালাই করা হয়েছে।  এ সময় ঠিকাদারের অনিয়ম নিয়ে জনগণ বিক্ষোভ করলে ব্রিজের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী শিমুল বড়ুয়া তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্রিজ নির্মাণের দায়িত্বরত সুপারভাইজার লিটন দাশ বলেন, এখানে ৩২ মিটার (১০৫) ফুট পাইলিং করা হয়েছে। বিক্ষুব্ধ জনগণ তাকে চ্যালেঞ্জ করে বলেন, ৩২ মিটার (১০৫) ফুট পাইলিং করা হয়নি। জনতার চাপের মুখে লোহার খাঁচা উত্তোলন করা হয়। এ সময় ৩২ মিটার নয়, সাড়ে ১০ মিটারের ৩টির পরিবর্তে একটি রিং বাঁধা লোহার খাঁচা পান। এতে জনগণ উত্তেজিত হয়ে পাইলিংয়ের কাজ বন্ধ করে দেন। খবর পেয়ে উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ, ব্রিজের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী শিমুল বড়ুয়া, সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান, কার্যসহকারী সিরাজ মোল্লা সরজমিন ব্রিজ নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তারা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। সভায় এলাকাবাসীর পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হচ্ছে, সঠিক মাপে পাইলিংকৃত পিলার স্থাপন, নিম্নমানের পাথর, বালু না লাগানো, ব্রিজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ডাইভেশনটি জনগণের চলাচলের জন্য নিশ্চিত করা, ব্রিজ নির্মাণকাজের প্রদর্শনকৃত সাইনবোর্ড টানানো। এ সময় প্রকৌশলী নির্মাণ কাজে আর কোনো অনিয়ম হবে না বলে জনগণকে আশ্বস্ত করলে ব্রিজের নির্মাণকাজ পুনরায় শুরু হয়। এ ছাড়া এলাকাবাসীর পক্ষ থেকে ব্রিজ নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। ইনাতগঞ্জ ইউপি’র সাবেক সদস্য ফখরুল ইসলাম ও বর্তমান ইউপি সদস্য সাফু আলম বলেন, কাজে অনিয়ম দেখে এলাকাবাসী সহ আমরা কাজ বন্ধ রাখতে বলেছিলাম। উপজেলা প্রকৌশলীর সঙ্গে আমাদের মতবিনিময় সভা হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন কাজে আর অনিয়ম হবে না।
উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. সাব্বির আহমদ বলেন, ব্রিজের পাইলিংয়ের ৩২ মিটার (১০৫) ফুট পাইলিংয়ের পরিবর্তে সাড়ে ১০ মিটার পিলার স্থাপন করার কোনো সুযোগ নেই। ব্রিজে নিম্নমানের সামগ্রী ব্যবহার না করতে ঠিকাদারকে বলে দিয়েছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status