বাংলারজমিন

সরকারি রাস্তা বন্ধ করে অবকাঠামো নির্মাণ, বিপাকে ১০ পরিবার

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৮:৩৩ অপরাহ্ন

গাজীপুরের পাজুলিয়া গ্রামে সিটি করপোরেশনের রাস্তার উপর অবকাঠামো নির্মাণের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন চলাচলের রাস্তা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অন্তত ১০টি পরিবার। এ বিষয়ে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও থানায় অভিযোগ দিয়েও কোনো ধরনের সুরাহা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ওইসব পরিবারের লোকজন।
নগরের পাজুলিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী জাহানারা বেগম জানান, তিনি দীর্ঘ প্রায় ৪৫ বছর তার স্বামীর বাড়িতে থেকেই স্বামী-সন্তানদের নিয়ে সংসার করেছেন। বাড়িতে আসা যাওয়ার সরকারি রাস্তা বন্ধ করে দেয়া এবং নানা ধরনের হুমকি ও অত্যাচারের কারণে তিনি স্বামীর ভিটেবাড়ি ছেড়ে এখন ছেলে ও নাতিদের নিয়ে সরকারি জমিতে গিয়ে বসবাস করছেন।  আশপাশের কয়েকটি বাড়ির লোকজন, গৃহবধূ ও শিশু সন্তানরাও নানা অভিযোগ তুলেছেন। তারা বলছেন, সহিদুল ইসলাম ও নুরুল হোসেনের অর্থবিত্ত আর প্রভাব-প্রতিপত্তির কাছে তারা আজ অসহায় হয়ে পড়ছেন। কোথাও ন্যায়বিচার পাচ্ছেন না।
এ বিষয়ে পাজুলিয়া এলাকার জাহিদ হোসেন সরকারি রাস্তার উপর থেকে অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করে তাদের চলাচলের পথ সুগম করতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি আবেদনপত্র জমা দেন। যাতে বলা হয়েছে, শহিদুল ইসলাম ও নুরুল হোসেন নুরু সিটি করপোরেশনের ইটের সলিং রাস্তার উপর অবকাঠামো নির্মাণ ও রাস্তার জমি দখল করে তাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এলাকার আফসার উদ্দিনসহ ৭ জনের স্বাক্ষরিত অভিযোগ প্রায় ৬ মাস আগে জমা দেয়া হয়েছে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবরে। অভিযুক্ত নুরুল হোসেন নুরু ও শহিদুল ইসলাম এ বিষয়ে জানান, তারা কোনো সরকারি রাস্তায় স্থাপনা ও গেট নির্মাণ করেননি। যে রাস্তাটা ছিল সেটি তাদের নিজস্ব মালিকানাধীন সম্পত্তি। হুমকি দেয়া, ভয়ভীতি দেখানো বা অন্য অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আনা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিত ও শত্রুতাবশত। এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মশিউর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে তিনি স্থানীয় ভূমি কর্মকর্তাকে তদন্ত করার দায়িত্ব দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সরকারি জমি জবরদখলের প্রমাণ পাওয়া গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status