বাংলারজমিন

ইলিয়াস আলীর সন্ধান দাবি সিলেট বিএনপি নেতাদের

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৮:২৯ অপরাহ্ন

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার নয় বছর পূর্ণ হয়েছে। এই নয় বছরে পরিবার থেকে শুরু করে নেতাকর্মীরা হাল ছাড়েননি। ইলিয়াস আলীর ফেরার আশায় আছেন সিলেট বিএনপি নেতারা। সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, সদস্য সচিব এডভোকেট এটিএম ফয়েজ, মো. নাজিম উদ্দিন লস্কর, আব্দুল আহাদ খান জামাল, বিশ্বনাথ অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ধলা মিয়া, খছির মিয়া, খছরুজ্জামান খসরুসহ ২০১ সদস্যের নেতৃবৃন্দ ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছেন। তারা এক যৌথ বিবৃতিতে বলেন, সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী, তার গাড়িচালক আকসির আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদসহ সকল গুম হওয়া নেতৃবৃন্দকে অবিলম্বে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান। ২০১১ সালের মধ্যবর্তী সময় ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে জোরালো আন্দোলন দানা বাঁধে ইলিয়াস আলীর নেতৃত্বে। আন্দোলনে ইলিয়াস আলীর সঙ্গীদের মধ্যে অন্যতম ছিলেন সিলেট জেলা বিএনপি’র জ্যেষ্ঠ সহ-সভাপতি আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যন। তার মতে, আঞ্চলিক ইস্যুতে সেই রকম আন্দোলন অতীতে কোনো রাজনৈতিক সংগঠন গড়তে পারেনি। বিএনপি’র জ্যেষ্ঠ এই নেতা বলেন, এই নয় বছরে অনেক কিছুতেই পরিবর্তন হয়েছে। কিন্তু ইলিয়াস আলী আছেন এ কথায় কোনো পরিবর্তন নেই। দিন দিন বরং বদ্ধমূল হচ্ছে। সবারই এক আশা, ইলিয়াস আলী একদিন ফিরবেনই। তখন বের হয়ে আসবে তার গুম করার রহস্য। তিনি অবিলম্বে বিএনপির সকল গুমকৃত নেতাকর্মীদের ফিরিয়ে দিতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status