অনলাইন

ঈশ্বরদীতে ট্রাক উল্টে নিহত ৩

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২১, সোমবার, ১০:০৯ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে কলাবোঝাই ট্রাক উল্টে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরও ৭ জন। রোববার রাত ১১টায় উপজেলা সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি পশ্চিম পাড়া গ্রামের আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত হলেন- লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জাব্বার হোসেন (৫৫), কৈকুন্ডা গ্রামের মতিয়ার রহমান শাহ্ (৩৭) এবং জয়পুরহাট জেলার শুকুর আলী (৩৫)। তাঁরা সকলে কলা বাগানে শ্রমিকের কাজ করতেন।  
পুলিশ জানিয়েছেন, লক্ষীকুন্ডা ইউনিয়নের হুদিপাড়া থেকে ঢাকাগামী একটি ট্রাক রাত ১১টার দিকে চরগড়গড়ি পশ্চিম পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে জলমগ্ন জমিতে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হন। তারা সবাই ট্রাকের উপরে বসে ছিলেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান আসাদ জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার এবং আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status