দেশ বিদেশ

শ্রমিক হত্যার বিচার দাবি সুজনের

স্টাফ রিপোর্টার

১৯ এপ্রিল ২০২১, সোমবার, ৯:৫৭ অপরাহ্ন

 চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ঘটনায় সুজন-সুশাসনের জন্য নাগরিক তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনপূর্বক দোষী পুলিশসহ ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানায়। একইসঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থাসহ নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের দাবি করেছে। গতকাল সুজন-এর সভাপতি এম. হাফিজউদ্দিন খান এবং সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এক বিবৃতিতে এই আহ্বান জানান।
সুজন মনে করে, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না করায় অনাকাক্সিক্ষত এই ঘটনা ঘটেছে; যার দায় মালিকপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। এর আগেও ২০১৬ সালে এলাকায় বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন। আমরা যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করছি, তখন স্বাধীন দেশের অসহায় শ্রমিকদের নির্বিচারে হত্যাকা- কোনোভাবেই মেনে নেয়া যায় না।
তারা আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের অর্থায়নে শিল্পগ্রুপ এস আলমের মালিকানায় এসএস পাওয়ার প্ল্যান্ট নামক নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধ, প্রতি মাসের বেতন ৫ থেকে ১০ তারিখের মধ্যে প্রদান, পবিত্র রমজান মাসে কর্মঘণ্টা ৯ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘণ্টা করা, ইফতার ও সেহ্রির সময় কর্মবিরতি ইত্যাদি দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ওপর পুলিশ কর্তৃক গুলি চালানোয় পাঁচজন শ্রমিক নিহত হয়েছে; যা হত্যাকা-েরই নামান্তর। এই ঘটনায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে; যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status