খোশ আমদেদ মাহে রমজান

ছবরের খিলাপ যেন না হয়

মাওলানা এমএ করিম ইবনে মছব্বির

১৯ এপ্রিল ২০২১, সোমবার, ৯:২২ অপরাহ্ন

আজ ষষ্ঠ রমজান। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময়ে স্মরণ করিয়ে দিতে চাই যে, হযরত আইয়ুব (আঃ), মহান আল্লাহ্‌র ওপর ভরসা করে যে ধৈর্য্য ধারণ করেছিলেন। হযরত আইয়ুব (আঃ), পার্থিব ধন-দৌলত ও সহায়-সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে এমন এক শারীরিক ব্যাধিতে আক্রান্ত হন যে, কেউ তাঁর নিকট আসতে সাহস 
করতো না। তিনি লোকালয়ের বাইরে এক আবর্জনাময় স্থানে দীর্ঘ সাত বছরেরও বেশি সময় পড়ে থাকেন। কোনো সময় হা-হুতাশ অস্থিরতা ও অভিযোগের কোনো বাক্যও মুখে উচ্চারণ করেননি। তাঁর বিবি আরজ করলেন যে, আপনার কষ্ট তো বেড়ে গেছে। এই কষ্ট দূর হওয়ার জন্য আল্লাহ্‌র নিকট দোয়া করুন। হযরত আইয়ুব আ:, উওর দিলেন আমি সত্তর বছর সুস্থ ও নিরোগ অবস্থায় মহান আল্লাহ্‌র অসংখ্য অগণিত নিয়ামত ও দৌলতের মধ্যে দিনাতিপাত করেছি। এর বিপরীতে বিপদের সাত বছর অতিবাহিত করা কঠিন হবে কেন? আল্লাহ্‌র নবী হয়েও দৃঢ়তা সহিষ্ণুতা ও ছবরের ফলে তিনি দোয়া করার সাহস করতেন না। যে কোথাও ছবরের খিলাফ না হয়ে যায়। অথচ আল্লাহ্‌র কাছে দোয়া করা এবং নিজের অভাব কষ্টের কথা বেছবরের অন্তর্ভুক্ত নয়। অবশেষে এমন একটি কারণ ঘটে গেল যা তাঁকে দোয়া করতে বাধ্য করলো। মহান আল্লাহ্‌ পাক তাঁর ছবরের উপর পবিত্র আল-কোরআনে ঘোষণা করেন যে- ইন্না ওয়াজাদনা ছাবিরা। অর্থাৎ আমি তাঁকে ছবরকারী হিসেবে পেয়েছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status