খেলা

করোনায় আক্রান্ত নারী ফুটবল দলের পাঁচ সদস্য

স্পোর্টস রিপোর্টার

২০২১-০৪-১৯

কঠোর লকডাউনের মধ্যদিয়ে যাচ্ছে দেশ। এরমধ্যে নারী ফুটবলারদের ক্যাম্পে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই ক্যাম্পে যোগ দিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য কৃষ্ণা রানী সরকার, মণিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, আনাই মগিনি ও নিলুফা ইয়াসমিন নীলা। বর্তমানে ফুটবল ফেডারেশনের আবাসিক ক্যাম্পে চিকিৎসাধীন আছেন তারা। করোনার কারণে মেয়েদের লীগ স্থগিত করা হয়েছে গত ৫ই এপ্রিল। এই ফুটবলারদের সবাই এবার খেলেছেন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে। দেশে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং সরকার সারা দেশে লকডাউন ঘোষণা দেয়ায় বসুন্ধরা কিংস তাদের ক্যাম্প বন্ধ করে দিয়েছে। বসুন্ধরা কিংস ক্যাম্প বন্ধ করায় এই মেয়েদের বাফুফে ভবনে আনা হয়। শুরু হয় অনুশীলন। জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত চলতো তাদের অনুশীলন। যেহেতু বর্তমানে লীগ বন্ধ তাই আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য মেয়েদের প্রস্তুত করতে লকডাউনের মধ্যে এই ক্যাম্প জানিয়েছে বাফুফে। এ বিষয়ে জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা মেয়েদের বাফুফের ক্যাম্পে আনার পরপরই কোভিড টেস্ট করিয়েছি। ওরা ১১ই এপ্রিল ক্যাম্পে যোগ দেয়ার পরদিন টেস্ট করানো হয়। ১৪ তারিখ পজেটিভ রিপোর্ট আসে। করোনায় আক্রান্ত কৃষ্ণা, নীলা, মণিকা আর ঋতুকে আইসোলেশনে রাখা হয়েছে। যদিও সবাই ভালোই আছে। নিয়মিত চিকিৎসা করানো হচ্ছে। ওদের আরেক দফা টেস্ট করানোর প্রক্রিয়া চলছে।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status