বাংলারজমিন

আড়াইহাজারে ইউপি সদস্যসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২১, সোমবার, ৮:৪৬ অপরাহ্ন

সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ইউপি সদস্যসহ ৪০ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় খাগকান্দা ইউনিয়নের কাকাইমোড়া এলাকার রাকিব বাদী হয়ে গতকাল এ মামলা দায়ের করেন। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন- খাগকান্দা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও কাকাইলমোড়া এলাকার লোকমান, একই এলাকার সেলিম ও তার ভাই শাহীন, মতিন ও তার ভাই শাহজাহান, হারুন, মোশারফ, মোবারক, মকবুল, শাহালম, গোলাম রসুল, ছমিরউদ্দিন, সজিব, সজিব, শাহীন, হুমায়ুন, মমিন, ওসমান, হাসান, মকবুল, আবু, উজ্জল, সুরুজ, আল-আমিন, সুবজ, সজিব ও রকিব। এজাহারে বলা হয়, বসতবাড়িতে হামলা চালিয়ে প্রায় ২ লাখ টাকার মালামালের ক্ষতিসহ ঘরে থাকার প্রায় ২ লাখ ও ৩২ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করা হয়। উল্লেখ্য, আম পাড়াকে কেন্দ্র করে খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকার গত শনিবার সকাল ৯টার দিকে কামাল ভূঁইয়া ও লোকমান মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status